চিকেন ডাক বাংলো(chicken dak bungalow recipe in Bengali)

Moumita Biswas
Moumita Biswas @cook_24137801

চিকেন ডাক বাংলো(chicken dak bungalow recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪ জন
  1. ৫০০-৬০০গ্রামচিকেন
  2. ২ টেবিল চামচ টকদই ( চামচ
  3. পরিমাণ মতোসর্ষের তেল
  4. স্বাদ মতোলবণ
  5. ১চা চামচহলুদ গুঁড়ো
  6. ১/২ চা চামচকাশ্মিরী লঙ্কার গুঁড়ো
  7. ১ চা চামচআদা বাটা
  8. ২ টো বড়পেঁয়াজ কুচি
  9. ১/২ চা চামচরসুন বাটা
  10. পরিমাণ মতোভাজা মশলা (জিরা, ধনে, শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, এলাচ,তেজপাতা)
  11. ৪টিডিম সেদ্ধ

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে চিকেন টা তে টকদই, আদা-রসুন পেস্ট, লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, সর্ষের তেল দিয়ে মেখে ম্যারিনেট করে রাখতে হবে অন্তত ১ ঘন্টা।

  2. 2

    এরপর কড়াতে তেল দিয়ে ডিম সেদ্ধ গুলো লবণ- হলুদ মাখিয়ে ভেজে রাখতে হবে।এরপর তেলের মধ্যে তেজপাতা, গোটা গরমশলা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে হবে।

  3. 3

    একটু ভাজা হলে এরমধ্যে চিকেন টা দিয়ে দিতে হবে, এরপর চিকেন টা ভালো করে কষতে হবে। কষা র সময় ভাজা মশলা টা দিয়ে দিতে হবে।

  4. 4

    ভালো করে কষিয়ে চিকেন সেদ্ধ হয়ে গেলে এরমধ্যে ভাজা ডিম দুটি দিয়ে নেড়েচেড়ে নামিয়ে ফেলতে হবে।

  5. 5

    এবার বাকি ডিম দুটো হাফ করে কেটে চিকেনের ওপর সাজিয়ে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Moumita Biswas
Moumita Biswas @cook_24137801

Similar Recipes