ম্যাঙ্গো কেক (mango cake recipe in Bengali)

Sangita Saha
Sangita Saha @cook_24336179
Kolkata

#ডিলাইটফুল'ডেজার্ট

ম্যাঙ্গো কেক (mango cake recipe in Bengali)

#ডিলাইটফুল'ডেজার্ট

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ১ টাআম
  2. ১কাপময়দা
  3. ২কাপ চিনি
  4. ১/২ কাপসাদা তেল/বাটার
  5. ১প্যাকেট ইনো
  6. ১ কাপগুঁড়ো দুধ
  7. ১.৫ কাপ দুধ
  8. ক্রিম বানানোর উপাদান-
  9. ১০০ গ্রামরুমটেম্পারেচারে রাখা বাটার
  10. ১ কাপ কনডেন্স মিল্ক
  11. ১ কাপ চিনি

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে আম কেটে মিক্সিতে পেস্ট করে ছাঁকনিতে ছেঁকে নিতে হবে। তারপর কড়াইতে আমের পেস্ট দিয়ে বেশ কিছুক্ষণ নাড়তে হবে আর আমের মিষ্টি বুঝে চিনি দিয়ে দেবেন।

  2. 2

    আর একদিকে একটি বাটিতে ১কাপ ময়দা,২কাপ গুঁড়ো চিনি, গুঁড়ো দুধ,½কাপ তেল একসঙ্গে মিশিয়ে নেবেন তার মধ্যে একটু করে দুধ দিয়ে মিশিয়ে নেবেন।ব্যাটারটি খুব গাঢ় হবে না আবার পাতলাও হবে না। মাঝামাঝি থাকবে।

  3. 3

    তারপর ওই মিশ্রণে ½কাপ আমের মিশ্রণ দিয়ে মিশিয়ে নেবেন। আর সবশেষে ইনো দিয়ে আর একবার মিশিয়ে নিন

  4. 4

    এবার একটি কেক প্যানকে ভালো করে তেল মাখিয়ে বাটার পেপার দিয়ে মিশ্রণটা ঢেলে দিন। আর ৪০-৪৫মিনিট প্রেসার কুকারে বেক করে নিন।

  5. 5

    ক্রিম বানানোর জন্য বাটারটিকে ২০মিনিট মত ব্লেন্ড করে নিন (ইলেকট্রিক ব্লেন্ডারে ৬-৭মিনিট)। তারপর চিনি আর কনডেন্স মিল্ক দিয়ে ব্লেন্ড করুন (২০মিনিট)।

  6. 6

    তারপর আপনার পছন্দমত ডেকরেশন করে নিন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sangita Saha
Sangita Saha @cook_24336179
Kolkata
https://www.youtube.com/channel/UCir0XvdgLkdTSCvUMAiBC8gVisit my coocking Channel
আরও পড়ুন

Similar Recipes