পনির সিমুই উপমা (paneer simui upma recipe in Bengali)

Mousumi Mandal Mou
Mousumi Mandal Mou @cook_16067991

#ক্যুইক ফিক্স ডিনার

পনির সিমুই উপমা (paneer simui upma recipe in Bengali)

#ক্যুইক ফিক্স ডিনার

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

25 মিনিট
3 জন
  1. সিমুই সিদ্ধের জন্য
  2. 1.5 কাপসিমুই
  3. 1টেবিল চামচ তেল
  4. পরিমান মতো জল
  5. 1/2 চা চামচলবণ
  6. 1/2 চা চামচহলুদ গুঁড়ো
  7. উপমার অন্যান্য উপকরণ
  8. 3 চা চামচতেল
  9. 1/2 চা চামচগোটা কালো সর্ষে
  10. 1 চা চামচছোলার ডাল
  11. 1 চা চামচউড়াদ ডাল
  12. 2টেবিল চামচ স্যুইট কর্ণ( ঐচ্ছিক)
  13. 2টেবিল চামচ পেঁয়াজ কুচি
  14. 2টি কাঁচা লঙ্কা (কুচি করা)
  15. 1/2 চা চামচআদা কুচি
  16. 1/2 কাপরোস্টেড পিনাট / ভাজা বাদাম
  17. 8-10টা কারিপাতা
  18. 2টেবিল চামচ কিসমিস( ঐচ্ছিক)
  19. 1/2 চা চামচলঙ্কা গুঁড়ো
  20. স্বাদ মতো লবণ
  21. 200 গ্রামপনির(ছোটো টুকরো করা)
  22. 1 চা চামচলেবুর রস

রান্নার নির্দেশ সমূহ

25 মিনিট
  1. 1

    প্রথমে প্যানে তেল দিতে হবে।তেল গরম হলে শিমুই দিয়ে অল্প আঁচে নাড়াচাড়া করতে হবে।বাদামি কালার হয়ে এলে নামিয়ে নিতে হবে।

  2. 2

    এরপর একটি পাত্রে পরিমান মতো জল দিতে হবে।তার সাথে লবণ ও হলুদ দিয়ে দিতে হবে।জল ফুটে উঠলে শিমুই দিয়ে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নামিয়ে নিতে হবে।তাহলেই ঝরঝরে শিমুই রেডি।

  3. 3

    শিমুই সিদ্ধ করার সময় অল্প লবণ দিলে স্বাস ভালো হয় এবং হলুদ দিলে স্বাদের সাথে সাথে সুন্দর কালার আসে।

  4. 4

    এবার উপমা রান্নার মূল পর্ব।তার জন্য প্যানে প্রথমে তেল দিতে হবে।তেল গরম হলে গোটা কালো সর্ষে,ছোলার ডাল, উড়াদ ডাল দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে

  5. 5

    এরপর একে একে সুইট কর্ণ,পিঁয়াজ কুঁচি,কাঁচালঙ্কা কুঁচি, আদা কুঁচি ইত্যাদি উপকরণ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে রোস্টেড পিনাট দিতে হবে। রোস্টেড পিনাট এর পরিবর্তে কাঁচা পিনাট দিতে পারেন তবে একটু আগে দিতে হবে।

  6. 6

    এরপর কারীপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে কিশমিশ,স্বাদ মতো লবণ,লঙ্কাগুঁড়ো দিতে হবে।লঙ্কাগুঁড়ো না দিলেও হবে। যেহেতু শিমুই সিদ্ধের সময় হলুদ দিয়েছি তাই আর হলুদ দেওয়ার দরকার নেই। 2 মিনিট মতো ঢেকে দিতে হবে। 2 মিনিট পর ঢাকনা খুলে শিমুই দিতে হবে।

  7. 7

    এখানে যে পনিরটা নিয়েছি সেটা সম্পূর্ণ ঘরে বানানো।চাইলে দোকানের পনির নিতে পারেন। পনির উপমাতে পনিরই প্রধান উপকরণ বলে আলাদা কোনো সবজি(গাজর,বিন্স,ক্যাপ্সিকাম,মটরশুটি) ব্যবহার করি নি।চাইলে ইচ্ছে মতো সবজি নিতে পারেন।

  8. 8

    পনিরের টুকরো গুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। শেষে লেবুর রস ছড়িয়ে দিলেই পনির উপমা রেডি।

  9. 9

    তাহলে খুব সহজেই তৈরি হয়ে গেলো"পনির শিমুই উপমা"।ইচ্ছে মতো সাজিয়ে পরিবেশন করতে পারেন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Mousumi Mandal Mou
Mousumi Mandal Mou @cook_16067991

Similar Recipes