লাল মিষ্টি দই(lal mishti doi recipe in Bengali)

Sutapa Chakraborty
Sutapa Chakraborty @cook_19287221

#ডিলাইটফুল ডেজার্ট
তোমার-আমার সবার প্রিয় এই লাল মিষ্টি দই❤️যে কোনো খাবারের শেষে বা ভোজের পরে এই ডেজার্টের স্বাদের জুরি মেলা ভার।

লাল মিষ্টি দই(lal mishti doi recipe in Bengali)

#ডিলাইটফুল ডেজার্ট
তোমার-আমার সবার প্রিয় এই লাল মিষ্টি দই❤️যে কোনো খাবারের শেষে বা ভোজের পরে এই ডেজার্টের স্বাদের জুরি মেলা ভার।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৩জন
  1. ১প্যাকেট আমূল তাজা(৫০০মিলি)
  2. ৪হাতা খুব ঘন দুধ
  3. ৪টেবিলচামচ আমূল পাউডার(গুঁড়ো দুধ)
  4. ২+৪টেবিলচামচ চিনি
  5. ১কাপ টকদই(জল ঝরানো১/২কাপ)
  6. ২টেবিলচামচ জল

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    দইবীজের জন্য এই টকদই আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি একটা কাপে করে,তাতে আমার মাপে সুবিধা হল।এরপর একটা ছাকুনি তে পুরো দই ঢেলে নীচে গ্লাস পেতে রেখে দিয়েছি এক ঘন্টার জন্য।ফলে জল-ঝরানো দই আমাদের রেডি।তারপর হ্যান্ড বিটার দিয়ে ফেটিয়ে নিতে হবে এই টকদই।

  2. 2

    দুধের প্যাকেট কেটে জ্বাল দিতে বসিয়ে দেওয়া হল গ্যাসে।ফুটে উঠলে গ্যাসের পাওয়ার কমিয়ে একে ঘন করে নিতে হবে।১০-১৫মিনিট সময় লাগবে।অন্য একটা পাত্রে খুব ঘন করা দুধ রেডি থাকবে,যেখান থেকে চার হাতা দুধ আমরা নেব এই দই বসানোয়।

  3. 3

    একটা কাপে চার টেবিলচামচ গুঁড়ো দুধ নিয়ে ফুটন্ত দুধ থেকে দু-হাতা তুলে এর সাথে মিশিয়ে নিতে হবে ভালো করে।একটুও যেন দলা পাকিয়ে না থাকে কোথাও দেখে নিতে হবে।

  4. 4

    দুই টেবিলচামচ চিনি দুই চামচ জলে মিশিয়ে একটা পাত্রে ক্যারামেল বানিয়ে নিতে হবে ক্রমাগত নেড়ে নেড়ে।লাল হয়ে এলেই ঐ ফুটন্ত দুধের সঙ্গে মিশিয়ে দিতে হবে।তখনও নেড়ে যেতে হবে কিছুক্ষণ।হুইস্ক দিয়ে নাড়ালে সুবিধা হয়।

  5. 5

    এই সময় স্বাদ অনুযায়ী চিনি মিশিয়ে দেব ফুটন্ত গরম দুধে।আমি চার টেবিলচামচ দিয়েছি(ক্যারামেল ও আমূল পাউডার আছে বলে)।চিনি গলে গেলে দেব আগে থেকে ঘন করে রাখা দুধ চার হাতা।মিশিয়ে নেব আবারও।

  6. 6

    এবারে আমূল পাউডার মেশানো দুধ দিয়ে ফুটিয়ে নেব একটু।সব মিলিয়ে ঘন লাল দুধ আমাদের মিষ্টি লাল দই এর জন্য তৈরি।এই দুধ খুব ঘন নাহলে জল কেটে যেতে পারে দই এ,ক্ষীর দই হবে না।

  7. 7

    গ্যাস বন্ধ করে হ্যান্ড হুইস্ক দিয়ে ফেটিয়ে নিতে হবে একটুক্ষণ, যাতে এর মধ্যে ফ্যানা ফ্যানা ভাব আসে।

  8. 8

    ঈষদুষ্ণ দুধের মধ্যে মিশিয়ে দেব এবারে ফেটিয়ে রাখা দইবীজ পুরোটা।হ্যান্ড বিটার দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে হাতা দিয়ে তুলে দেব দই বসানোর নির্দিষ্ট মাটির পাত্রে।আমি একটা মাটির হাঁড়ি ও ভাঁড়ে বসিয়েছি দই।

  9. 9

    গরম করে রাখা মাইক্রোওভেনের মধ্যেই বসিয়েছি এই দই আমি।হাঁড়ি ও ভাঁড়ের মুখ স্টিলের ডিশ দিয়ে ঢেকে একটা টাওয়ালের মধ্যে জড়িয়ে বসিয়ে দিয়েছি দশ ঘন্টার জন্য।

  10. 10

    তারপর ওভেনের ভেতর থেকে বার করে ফ্রিজের ভেতরে রেখে দিয়েছি দুই ঘন্টা।

  11. 11

    পেয়ে গেছি সেই অমূল্য ধন যার রূপে আকৃষ্ট হয়ে ডুব দিতে ইচ্ছে করবে না; আর যদি ডুবও দাও, জিভের উপর পড়লেই চোখ বুজে আসবে এর স্বাদে ও গুণে.....😋❤️তাহলে আর দেরি কেন!ঠান্ডা ঠান্ডা পরিবেশন করে দাও সকলকে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sutapa Chakraborty
Sutapa Chakraborty @cook_19287221

Similar Recipes