চিকেন চাপ (chicken chaap recipe in Bengali)

Avinanda Patranabish
Avinanda Patranabish @cook_24817897

#স্পাইসি
এই লকডাউনের বাজারে বাইরের খাবারের ওপরে তো খুব একটা ভরসা করা যায় না। আবার, মনের ক্ষিদে বলেও একটা ব্যাপার থেকেই যায়। তাই মনের ক্ষিদে, আত্মার তৃপ্তি সব কিছুর জন্য নিজেই বানিয়ে ফেল্লাম চিকেন চাঁপ।

চিকেন চাপ (chicken chaap recipe in Bengali)

#স্পাইসি
এই লকডাউনের বাজারে বাইরের খাবারের ওপরে তো খুব একটা ভরসা করা যায় না। আবার, মনের ক্ষিদে বলেও একটা ব্যাপার থেকেই যায়। তাই মনের ক্ষিদে, আত্মার তৃপ্তি সব কিছুর জন্য নিজেই বানিয়ে ফেল্লাম চিকেন চাঁপ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘন্টা
৪ জন
  1. ৪টেচিকেনের থাইপিস একটু চিরে নিয়েছি ছুরি দিয়ে
  2. ১/২ কাপ ফেটানো টক দই
  3. ১কাপ পেঁয়াজ বাটা
  4. ১ টেবিল চামচ আদা বাটা
  5. ১ টেবিল চামচ রসুন বাটা
  6. ১ চা চামচ কাশ্মীরি লংকা গুঁড়ো
  7. ২ ফোঁটা অরেঞ্জ ফুড কালার (ঐচ্ছিক )
  8. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  9. স্বাদমতো নুন
  10. ১/২ চা চামচ চিনি
  11. ২ টেবিল চামচ রোস্টেড বেসন
  12. ২ টেবিল চামচ কাজুবাদাম বাটা
  13. ২ টেবিল চামচ পোস্ত বাটা
  14. ১ চা চামচ গোলাপ জল
  15. ১ চা চামচ কেওড়া জল
  16. ৪ ফোঁটা মিঠা আতর
  17. ৪চা চামচরান্নার জন্য সাদা তেল
  18. ২চা চামচঘি

রান্নার নির্দেশ সমূহ

১ ঘন্টা
  1. 1

    ওপরের সমস্ত উপাদান ১টা বড় বাটির মধ্যে নিয়ে সারারাত ওর মধ্যে চিকেনের পিসগুলো ম্যারিনেট করে রাখতে হবে।

  2. 2

    কড়াইয়ে সাদা তেল আর ঘি দিয়ে গরম হলে ওর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেন গুলো দু'দিকে একটু লাল করে ভেজে নিতে হবে।

  3. 3

    চিকেন ভাজা হয়ে গেলে পিস গুলো কড়াই থেকে উঠিয়ে ওই তেলের মধ্যে বাটিতে রাখা ম্যারিনেশানটা দিয়ে দিতে হবে।

  4. 4

    ম্যারিনেশানটা ফুটতে শুরু করলে ওর মধ্যে ভেজে রাখা চিকেনের পিস গুলো দিয়ে একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে ১০ মিনিট রান্না করতে হবে।

  5. 5

    ব্যাস, চিকেন চাঁপ রেডি।

  6. 6

    এরপর একটা সার্ভিং ডিশে প্রথমে গ্রেভিটা দিয়ে ওপরে চিকেন চাঁপের পিস গুলো রেখে স্যালাড সহযোগে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Avinanda Patranabish
Avinanda Patranabish @cook_24817897

Similar Recipes