লুচি (luchi recipe in bengali)

Kakali Das
Kakali Das @kakali_magic_studio
Kolkata,India

#ebook2
#পূজা2020
পূজোর দিন মানেই রোজের রুটিন ছেড়ে আনন্দ,সে পেটপুজোই হোক কিংবা জীবন যাত্রা।
সকালের জলখাবারে তাই রোজই চাই লুচি

লুচি (luchi recipe in bengali)

#ebook2
#পূজা2020
পূজোর দিন মানেই রোজের রুটিন ছেড়ে আনন্দ,সে পেটপুজোই হোক কিংবা জীবন যাত্রা।
সকালের জলখাবারে তাই রোজই চাই লুচি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১৫ মিনিট
২ জনের জন্যে
  1. ২০০ গ্রাম ময়দা
  2. স্বাদমতনুন
  3. ১ চা চামচ চিনি
  4. ৫০০মিলি সাদা তেল
  5. প্রয়োজন অনুযায়ীজল

রান্নার নির্দেশ সমূহ

১৫ মিনিট
  1. 1

    ময়দা ভালো করে চেলে নিয়ে তাতে চিনি, পরিমান মত নুন ও ১ চা চামচ সাদা তেল ভালো করে মিশিয়ে নিতে হবে

  2. 2

    এবারে অল্প করে করে জল মিশিয়ে মিশিয়ে ময়দা মেখে একটা ডো বানাতে হবে

  3. 3

    একটা বাটিতে এই ডো রেখে ১০-১৫ মিনিট ঢাকা চাপা দিয়ে রাখতে হবে।

  4. 4

    এর পরে ২ টেবিল স্পুন রেখে বাকি তেল কড়াইতে দিয়ে ভালো মত গরম করতে বসাতে হবে

  5. 5

    তেল গরম হতে হতেই ডো থেকে ছোট ছোট গোল গোল লেচি কেটে নিতে হবে

  6. 6

    তেল ভালো গরম হলে আঁচ একটু কমিয়ে ওই লেচি একটা করে নিয়ে গোল করে তেল দিয়ে বেলতে হবে।এবং গরম তেলে ছেড়ে দিলেই তৈরী হয়ে যাবে লুচি

  7. 7

    এপিঠ ওপিঠ করে সব লুচি ভেজে নিতে হবে।

  8. 8

    আমার বাড়িতে আমি সার্ভ করেছি মিষ্টি আর নিরামিষ আলুর তরকারীর সাথে

  9. 9

    তোমরাও মনের মত তরকারী, ভাজা কিংবা ডাল দিয়ে পরিবেশন করো লুচি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Kakali Das
Kakali Das @kakali_magic_studio
Kolkata,India
I m a stage Performer and a writer.cooking is my passion. most love baking.I try always new creation and experiment of dish.i hv a window garden.❤ listing song.... thats all of me
আরও পড়ুন

Similar Recipes