ফ্রুট কাস্টার্ড (Fruit custurd recipe in bengali)

Rupkatha Sen
Rupkatha Sen @cook_17319600

#CookpadTurns4
Cook With Fruits

ফ্রুট কাস্টার্ড (Fruit custurd recipe in bengali)

#CookpadTurns4
Cook With Fruits

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
২ জন
  1. ২ টেবিল চামচ আপেল কুচি
  2. ১ টেবিল চামচ বেদানা
  3. ১ টেবিল চামচ কলার টুকরো
  4. ৪ টে কালো আঙুর
  5. ২ চা চামচ কাস্টার্ড পাউডার
  6. ২৫০ এম এল দুধ
  7. ২ টেবিল চামচ চিনি
  8. ২ টো ছোট এলাচ

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    প্রথমে দুধ টাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে এবং ওই ফোটানো দুধের মধ্যে এলাচ টাকে থেঁতো দিয়ে দিতে হবে।

  2. 2

    এরপর অল্প কুসুম গরম দুধে কাস্টার্ড পাউডার টা খুলে নিতে হবে

  3. 3

    দুধ টা কিছুক্ষণ ফোটার পর একটু ঘন হয়ে এলে চিনি দিয়ে দিতে হবে।তচিনি দেওয়ার পর নাড়াচাড়া করে কাস্টার্ড পাউডার দিয়েনাড়াচাড়া করে গ্যাস অফ করে দিতে হবে।

  4. 4

    এবার দুধ টাকে ঠান্ডা করতে হবে। দুধ টা ঠাণ্ডা হয়ে আসলে তারমধ্যে সমস্ত কেটে রাখা ফল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।

  5. 5

    এইবার একটি পাত্রে ঢেলে ৩–৪ ঘন্টা ফ্রিজে রেখে তারপর পরিবেশন করতে হবে ফ্রুট কাস্টার্ড।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Rupkatha Sen
Rupkatha Sen @cook_17319600

Similar Recipes