এগ মোমো(egg momo recipe in Bengali)

Nabanita Mondal Chatterjee
Nabanita Mondal Chatterjee @cook_nabanita
Amta, Howrah

#GA4
#week14
নানারকম মোমো তো আমরা খেয়েছি কিন্তু এগ মোমো খেয়েছি কি?
খেয়ে দেখুন দারুন স্বাদ।

এগ মোমো(egg momo recipe in Bengali)

#GA4
#week14
নানারকম মোমো তো আমরা খেয়েছি কিন্তু এগ মোমো খেয়েছি কি?
খেয়ে দেখুন দারুন স্বাদ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০মিনিট
৫জন
  1. ২কাপ ময়দা
  2. ২টেবিল চামচ সাদা তেল
  3. স্বাদ মতো নুন
  4. ১চা চামচ গোলমরিচ গুঁড়ো
  5. ১কাপ মটরশুঁটি
  6. ১/২কাপ ধনেপাতা কুচি
  7. ১টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি
  8. ৫-৬টি কাঁচা লঙ্কা কুচি
  9. ২-৩কোয়া রসুন কোচানো
  10. ১কাপ পেঁয়াজ পাতা
  11. ১কাপ বাঁধাকপি কুচি
  12. ২টি ডিম
  13. পরিমাণ মতোজল
  14. ১/২ কাপ পেঁয়াজ সাঁই কুচি

রান্নার নির্দেশ সমূহ

৩০মিনিট
  1. 1

    প্রথমে ময়দাতে নুন মিশিয়ে নিন। এবার দুই টেবিল-চামচ সাদা তেল দিয়ে ময়ান দিয়ে নিন। এবার উষ্ণ গরম জল দিয়ে ময়দা মেখে একটা ভিজে কাপড়ের টুকরো দিয়ে আধঘন্টা ঢাকা দিয়ে রাখুন।

  2. 2

    বাঁধাকপি কুচি অল্প নুন দিয়ে ভাপিয়ে নিন। জল ঝরিয়ে নিন। সমস্ত জল হাত দিয়ে চেপে চেপে বের করে রাখুন। তারপর সব সব্জি একটা বাটিতে দিন। এবার দুটি ডিম ভেঙে দিন। স্বাদ মতো নুন ও গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিন।

  3. 3

    এবার ময়দার ডো থেকে ছোট ছোট লেচি কেটে লুচির আকারে বেলে পুর দিয়ে নিজের ইচ্ছামত সেপে মোমো বানিয়ে নিন। মোমো মেকার বা আমরা যেতেই সিদ্ধ পিঠে করি তাতে সামান্য তেল মাখিয়ে মম গুলো দিয়ে সিদ্ধ হতে দিন। মোমোর গা তেলতেলে হয়ে গেলে বুঝবেন তৈরি হয়ে গেছে।

  4. 4

    এবার হাতে করে ঠান্ডা জল ছড়া দিয়ে মোমো নামিয়ে নিন। টমেটো চাটনি এর সাথে বা ধনে পাতার চাটনির এর সাথে পরিবেশন করুন

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Nabanita Mondal Chatterjee
Amta, Howrah

Similar Recipes