চটপটা লইটা শুঁটকি (chotpota loitya shnutki recipe in Bengali)

Sudipa Daw
Sudipa Daw @sudipa73

চটপটা লইটা শুঁটকি (chotpota loitya shnutki recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 200 গ্রামলইটা শুটকি
  2. 500 গ্রামপেঁয়াজ কুচি
  3. 2 টিবড় রসুন বাটা
  4. স্বাদ মতকাঁচা লঙ্কা বাটা
  5. 1/2 চা চামচকরে ধনে জিরেগুঁড়ো
  6. 1/2 চা চামচদারুচিনি গুঁড়া
  7. 1/2 চা চামচচাট মশলা গুঁড়া
  8. 1 চা চামচহলুদের গুঁড়া
  9. 1/2 চা চামচছোট এলাচ গুঁড়া
  10. স্বাদ অনুযায়ীনুন ও চিনি
  11. 200 গ্রামসরষের তেল
  12. 1/2পাতিলেবুর রস

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    লইটা শুঁটকি মাছ ছোট টুকরো করে কেটে নিতে হবে ও খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। এবার জল ফুটিয়ে নিয়ে এর মধ্যে মাছ দিয়ে 5মিনিট ফুটিয়ে নামিয়ে জল ঝরিয়ে নিতে হবে। ও ঠান্ডা করে নিতে হবে।

  2. 2

    কড়াইতে সরষের তেল পরিমান মত দিয়ে মাছ, অল্প নুন, হলুদ ও 1/2চামচ রসুন বাটা দিয়ে লাল করে ভেজে তুলে নিতে হবে।

  3. 3

    এবার কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে হবে ।ভাজতে হবে ততক্ষণ যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ কুচি লাল হচ্ছে।

  4. 4

    পেয়োজ একটু লাল হয়ে এলে এর মধ্যে সমস্ত গুঁড়া মশলা দিয়ে কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষান হলে এতে ভেজে রাখা মাছ ও বাকি রসুন ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ও ঢাকা দিয়ে কষাতে হবে।

  5. 5

    ভালোভাবে কষান হলে ও তেল উপরে ভেসে ওঠে এলে পাতিলেবুর রস ও আরও একটু কাঁচা লঙ্কা বাটা মিশিয়ে নামিয়ে নিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sudipa Daw
Sudipa Daw @sudipa73

মন্তব্যগুলি

Similar Recipes