ফুলকপির সিঙ্গাড়া (foolkopir singara recipe in Bengali)

Nabanita Mondal Chatterjee
Nabanita Mondal Chatterjee @cook_nabanita
Amta, Howrah

#GA4
#week21

বাঙালির চায়ের আড্ডায় সিঙ্গাড়া বা যে কোন ধরনের তেলেভাজা না হলে চলে না।

ফুলকপির সিঙ্গাড়া (foolkopir singara recipe in Bengali)

#GA4
#week21

বাঙালির চায়ের আড্ডায় সিঙ্গাড়া বা যে কোন ধরনের তেলেভাজা না হলে চলে না।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ঘন্টা
১৫জন
  1. ৩টি ফুলকপি
  2. ৫-৬টি আলু
  3. ১চা চামচ হলুদ গুঁড়ো
  4. ১ চা চামচ লঙ্কার গুঁড়ো
  5. ৮-১০টি কুচি করা কাঁচা লঙ্কা
  6. ১কাপ ধনেপাতা কুচি
  7. ১০০গ্রাম ভাজা বাদাম
  8. ১চা চামচ পাঁচফোড়ন
  9. স্বাদ মত নুন ও চিনি
  10. ২চা চামচ কসুরি মেথি
  11. ১লিটার সাদা তেল অথবা ডালডা ঘি
  12. ২কাপ কড়াই শুঁটি
  13. ২ টেবিল চামচভাজা মশলা
  14. ৩টেবিল চামচ সরিষার তেল
  15. সিঙ্গাড়ার খোল
  16. ১কেজি ময়দা
  17. ১কাপ সাদা তেল
  18. স্বাদ মত নুন
  19. ১ চা চামচ কালো জিরে
  20. ১/৪ চা চামচ খাবার সোডা
  21. প্রয়োজন মতোগরম জল
  22. ২টি তেজপাতা
  23. ২টি শুকনো লঙ্কা

রান্নার নির্দেশ সমূহ

১ঘন্টা
  1. 1

    প্রথমে ফুলকপি আলু ছোট ছোট টুকরো করে রাখুন। কাঁচালঙ্কা ধনেপাতা কুচি করে রাখুন। ভাজা মশলা তৈরি করে রাখুন।

  2. 2

    এরপর কড়াইতে তেল গরম করে তার মধ্যে তেজপাতা পাঁচফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিন। এবারের মধ্যে ফুলকপি আলু দিয়ে দিন।

  3. 3

    এবার গ্যাস এর আঁচ কমিয়ে একে একে হলুদ গুঁড়ো লঙ্কাগুঁড়ো স্বাদমতো নুন স্বাদমতো চিনি কাঁচা লঙ্কা কুচি ধনেপাতা কুচি দিয়ে নাড়াচাড়া করে চাপা দিয়ে সেদ্ধ হতে দিন।

  4. 4

    সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে ভাজা বাদাম, কসৌরি মেথি ও ভাজা মশলা ছড়িয়ে নাড়াচাড়া করে শুকনো শুকনো হলে ঢেলে ঠান্ডা করতে দিন।

  5. 5

    এবার ময়দার মধ্যে কালোজিরে স্বাদমতো নুন চিনি, খাবার সোডা ও সাদা তেল ময়াম দিন।এরপর উষ্ণ গরম জল দিয়ে মেখে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখুন। তারপর রুটির থেকে একটু ছোট লেচি কেটে নিন।

  6. 6

    এবার ওই লিখছি একটু লম্বাটে করে বেলে নিন। তারপর একটা ছুড়ির সাহায্যে আড়াআড়ি মাঝখান দিয়ে অর্ধেক করে দিন। তারপর অর্ধেক অংশে লাগিয়ে পানের মতো করে মুড়ে নিন।

  7. 7

    এবারের মধ্যে পরিমাণমতো পুর দিয়ে আবার মুখে জল লাগিয়ে বন্ধ করে দিন।বন্ধ করবেন যেন তেলে দেওয়ার পর খুলে না যায়।

  8. 8

    এবার একটা কড়াইতে তেল অথবা ডালডা কি দিয়ে হালকা গরম হলেই আঁচ কমিয়ে তৈরি করা সিঙ্গারা দিয়ে ভাজতে থাকুন। তেল কিন্তু খুব গরম করে সিঙ্গারা ভালো হবে না।একদম কড়াইতে তেল দিয়ে এক মিনিটের মধ্যে সিঙ্গাড়া গুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে।

  9. 9

    এবার মচমচে ভাজা হলে তুলে তেল ঝরিয়ে গরম গরম চায়ের সাথে অথবা মুড়ির সাথে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Nabanita Mondal Chatterjee
Amta, Howrah

মন্তব্যগুলি (5)

Similar Recipes