পেঁপের ডালনা (Peper dalna recipe in Bengali)

Soumita Paul
Soumita Paul @tsoumi_paul

#GA4
#week23
পেঁপের খুব সহজ ও চিরাচরিত একটি রেসিপি।

আরও পড়ুন
রেসিপি এডিট করুন
See report
শেয়ার

উপকরণ

১ ঘন্টা
৪জন
  1. ৩টে আলু (ডুমো করে কাটা)
  2. ১টা মাঝারি মাপের পেঁপে (ডুমো করে কাটা)
  3. ৫০ গ্রাম ছোলা
  4. ২ চা চামচ হলুদ গুঁড়ো
  5. ১/২ চা চামচ জিরে
  6. ১ টা তেজপাতা
  7. ৩ টে কাঁচালঙ্কা বাটা
  8. ১ চা চামচ আদাবাটা
  9. ১/২ চা চামচ দারচিনি গুঁড়ো
  10. ৩ টেবিল চামচ জিরেবাটা
  11. ১/২ চা চামচ লঙ্কা গুঁড়ো
  12. ২চা চামচ চিনি
  13. ৫০ এম এল তেল
  14. স্বাদ মতনুন

রান্নার নির্দেশ সমূহ

১ ঘন্টা
  1. 1

    ছোলাটা ৭-৮ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। পেঁপের টুকরো গুলো সামান্য ভাপিয়ে জল ঝরিয়ে নিতে হবে।

  2. 2

    জল ঝরানো পেঁপে ও আলুতে সামান্য নুন ও হলুদ মাখিয়ে রাখতে হবে আলাদা করে। ছোলাগুলো জল থেকে তুলে নিতে হবে।

  3. 3

    কড়াইয়ে ২ টেবিল চামচ তেল দিয়ে পেঁপে গুলো ভেজে তুলে নিতে হবে। ওই তেলে আলু গুলো ভেজে তুলে রাখতে হবে।

  4. 4

    এবার বাকী তেলটা কড়াইয়ে দিয়ে দিতে হবে। আদাবাটা, কাঁচালঙ্কা বাটা ও জিরে বাটা একসাথে মিশিয়ে নিতে হবে। তেল গরম হলে জিরে ও তেজপাতা ফোড়ন দিতে হবে।

  5. 5

    এবার বাটা মশলাটা দিয়ে নাড়াচাড়া করতে হবে।

  6. 6

    মশলা থেকে তেল ছেড়ে আসলে ছোলা, আলু ও পেঁপে দিয়ে কষাতে হবে।

  7. 7

    এবার পরিমানমতো জল দিয়ে স্বাদমতো নুন দিয়ে ফুটিয়ে নিতে হবে।

  8. 8

    সবজি গুলো সেদ্ধ হয়ে গেলে চিনি দিয়ে আরেকবার ফোটাতে হবে।

  9. 9

    সবশেষে আঁচ বন্ধ করে দারচিনি গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে। পরে ভাতের সাথে গরম গরম পরিবেশন করতে হবে।

প্রতিক্রিয়াগুলি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

দ্বারা রচিত

Soumita Paul
Soumita Paul @tsoumi_paul

Similar Recipes