হানি চিলি গোবি পট্যাটো(Honey Chili Gobi Potato recipe in Bengali)

Samhita Gupta
Samhita Gupta @cook_15453458
রেসিপি এডিট করুন
See report
শেয়ার

উপকরণ

  1. 2 টিবড় আলু
  2. 5-6 টিফুলকপির ফুল
  3. 8টেবিল চামচ ময়দা
  4. 8টেবিল চামচ কর্নফ্লাওয়ার
  5. স্বাদ অনুযায়ী নুন,মধু ও
  6. 3টেবিল চামচ টমেটো সস
  7. 2টেবিল চামচ সেজ্ওয়ান সস
  8. 2টেবিল চামচ ভিনিগার
  9. 1 চা চামচসয়াসস
  10. 4টেবিল চামচ পেঁয়াজশাক কুচি
  11. 1টেবিল চামচ সাদাতিল
  12. 4-5 টিরসুনকুচি
  13. 1 টিপেঁয়াজকুচি
  14. 1/2ক্যাপ্সিকাম কুচি
  15. 3-4 টিলঙ্কাকুচি
  16. পরিমাণ মতোসাদাতেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে আলুর খোসা ছাড়িয়ে পাতলা ও লম্বা করে কেটে নিতে হবে,ফুলকপির একটু পাতলা লম্বা করে কেটে নিতে হবে

  2. 2

    এবারে আলু ও ফুলকপি একটু গরম জলে নুন দিয়ে ভাপিয়ে নিতে হবে,তারপর সেগুলো জল ঝরিয়ে ঠান্ডা করে তাতে একটু নুন,আদা-রসুনবাটা সব মিশিয়ে নিতে হবে

  3. 3

    এবারে তাতে কিছুটা ময়দা ও কর্নফ্লাওয়ার দিয়ে মিশিয়ে নিতে হবে,অন্যদিকে কড়াইতে একটু বেশি পরিমানে তেল গরম করতে হবে

  4. 4

    তারপর একটা পাত্রে ময়দা ও কর্নফ্লাওয়ার একটু নুন দিয়ে গুলে তাতে একটা করে আলু ও ফুলকপি ডুবিয়ে গরম তেলে মাঝারি আঁচে ভেজে তুলে নিতে হবে

  5. 5

    তারপর একটা বাটিতে টমেটো সস,সেজ্ওয়ান সস,নুন,সোয়াসস,ভিনিগার সব মিশিয়ে নিতে হবে এবারে ফ্রাইপ্যানে একটু তেল গরম করে তাতে রসুনকুচি,পেঁয়াজকুচি,ক্যাপ্সিকাম কুচি,লঙ্কাকুচি,পেঁয়াজশাক কুচি সব দিয়ে হালকা ভাজতে হবে

  6. 6

    তারপর তাতে সসের মিশ্রণ দিয়ে মিশিয়ে যখন একটু শুকিয়ে আসবে তখন গ্যাস অফ করে ভেজে রাখা আলু ও কপি দিয়ে মিশিয়ে ওপর থেকে তিল ও মধু দিয়ে মিশিয়ে নিতে হবে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Samhita Gupta
Samhita Gupta @cook_15453458

Similar Recipes