পান্তুয়া (pantua recipe in Bengali)

Kasturee Saha
Kasturee Saha @kasturee_saha44

#ফেব্রুয়ারি৫

পান্তুয়া (pantua recipe in Bengali)

#ফেব্রুয়ারি৫

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘন্টা
৫ জন
  1. ১ কাপ গুঁড়ো দুধ
  2. ১ টেবিল চামচ ঘি
  3. ১ টেবিল চামচ সুজি
  4. ১ টেবিল চামচ ময়দা
  5. ১/২ চা চামচ বেকিং সোডা
  6. ১/২ কাপ দুধ
  7. ২ কাপ চিনি
  8. ৪ কাপ জল

রান্নার নির্দেশ সমূহ

১ ঘন্টা
  1. 1

    একটা বাটি তে সুজি নিয়ে ওতে অল্প জল দিয়ে ভিজিয়ে রাখুন ৫ মিনিটের জন্য

  2. 2

    একটা অন্য পাত্রে চিনি ও জল দিয়ে রস বানিয়ে নিন।ভাল করে ফুটিয়ে নিন।

  3. 3

    অন্য একটা পাত্রে গুঁড়ো দুধ,ঘি কে ভালো করে মিশিয়ে নিন।ওতে ময়দা ও বেকিং সোডা দিয়ে আরও ভাল করে মেশান।

  4. 4

    এবার সুজি থেকে জল ঝড়িয়ে ওর সঙ্গে ভালো করে মুলায়ম করে মেখে ঢেকে রাখতে হবে আরও ১০ মিনিট।

  5. 5

    ১০ মিনিট পর হালকা গরম দুধ দিয়ে আবার মিশ্রণ টা নরম করে মেখে নিন।একবারে পুরো দুধ দেবেন না।অল্প অল্প করে মেশাতে হবে প্রয়োজন মতো।

  6. 6

    তারপর হাতে একটু ঘি মাখিয়ে নিয়ে ছোট ছোট লেচি কেটে,সাদা তেলে ভেজে নিন।ডুবো তেলে ভেজে তুলে নিন।এবার আগে থেকে বানানো চিনির রস এ ভিজিয়ে রাখুন সারা রাত।রস টা তে দেয়ার আগে আরও একবার ফুটিয়ে নিন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Kasturee Saha
Kasturee Saha @kasturee_saha44

Similar Recipes