আলুর চপ (Aloor chop recipe in bengali)

Swati Ganguly Chatterjee
Swati Ganguly Chatterjee @Swatirrannaghor_2021
Maharashtra

#স্মলবাইটস

আলুর চপ

আলু ভালবাসে না এইরকম বাঙালী খুজেঁ পাওয়া দুষ্কর। বাঙালীর খুব প্রিয় বিকেলের চায়ের সঙ্গে মুড়ি মাখা আর আলুর চপ।
চটজলদি ও মুখরোচক এই স্ন্যাকসটি ছোট থেকে বড় সকলের খুব পছন্দের।

আলুর চপ (Aloor chop recipe in bengali)

#স্মলবাইটস

আলুর চপ

আলু ভালবাসে না এইরকম বাঙালী খুজেঁ পাওয়া দুষ্কর। বাঙালীর খুব প্রিয় বিকেলের চায়ের সঙ্গে মুড়ি মাখা আর আলুর চপ।
চটজলদি ও মুখরোচক এই স্ন্যাকসটি ছোট থেকে বড় সকলের খুব পছন্দের।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30-35 মিনিট
3-4 জন
  1. 3-4 টে মাঝারিমাঝারি আকারের আলু সেদ্ধ
  2. 1 টাপেঁয়াজ কুচি(ঐচ্ছিক)
  3. 1" টুকরো আদা গ্রেট করা
  4. 3-4 টেকাঁচা লঙ্কা কুচি
  5. 1/2 কাপধনেপাতা কুচি
  6. স্বাদ মতনুন ও চিনি
  7. পরিমাণ মতসর্ষের তেল
  8. ব্যাটার বানাতে লাগবে
  9. 1 কাপবেসন
  10. 2-3 টেবিল চামচ চালের গুঁড়ো
  11. নুন ও চিনি আন্দাজ মত
  12. 1 চা চামচহলুদ গুঁড়ো
  13. 1 চা চামচলঙ্কা গুঁড়ো
  14. 1টেবিল চামচটেবিল চামচ ভাজা মশলার গুঁড়ো
  15. 1/4 চা চামচজোয়ান
  16. 1 চা চামচবেকিং সোডা
  17. 1 চা চামচগরম তেল
  18. ভাজা মশলার জন্য লাগবে:- সব মশলা ভেজে একসাথে গুঁড়ো করে নিতে হবে
  19. 1টেবিল চামচ গোটা জিরে
  20. 1টেবিল চামচ গোটা ধনে
  21. 4-5 টাগোটা শুকনো লঙ্কা
  22. 2-3 টেতেজপাতা

রান্নার নির্দেশ সমূহ

30-35 মিনিট
  1. 1

    প্রথমে ব্যাটার বানানোর সব উপক‍রণ শুকনো একসঙ্গে মিশিয়ে, অল্প করে জল দিয়ে মিশিয়ে একটা সেমি থিক ব্যাটার বানাতে হবে।(খুব বেশি পাতলা ও ঘন যেন না হয়।)কিছুক্ষণ ঢেকে রাখতে হবে।
    কড়াই এ সব ভাজা মশলার উপকরণ দিয়ে শুকনো ভেজে গুঁড়ো করে নিতে হবে।

  2. 2

    আলু হাত দিয়ে ভাল করে ম্যাস করে নিতে হবে।
    কড়াই এ 2টেবিল চামচ সর্ষের তেল গরম করে,পেঁয়াজ কুচি ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে হাল্কা ভেজে, গ্রেট করা আদা,নুন, হলুদ, চিনি ও ম্যাস করা আলু দিয়ে ভাল করে নাড়তে হবে।
    এরপর ভাজা মশলা 1-2 টেবিল চামচ ও ধনেপাতা কুচি দিয়ে মিশিয়ে নামিয়ে নিতে হবে।

  3. 3

    কড়াই এ চপ ভাজার জন্য, অনেকটা সর্ষের তেল গরম করে,আলুর মিশ্রণ থেকে গোল গোল বল বানিয়ে হাত দিয়ে চ্যাপ্টা করে,বেসনের ব্যাটারে ডুবিয়ে গরম তেলে ছেড়ে দুই পিঠ ভাল করে ভেজে নিতে হবে।
    সব আলুর চপ ভাজা হয়ে গেলে গরম গরম মুড়ি মাখার সঙ্গে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করতে হবে।

  4. 4

    সব আলুর চপ ভাজা হয়ে গেলে গরম গরম মুড়ি মাখার সঙ্গে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Swati Ganguly Chatterjee
Swati Ganguly Chatterjee @Swatirrannaghor_2021
Maharashtra
Ranna korte bhalo lage,natun ranna shikte ichha kore.My YouTube channelhttps://youtube.com/channel/UCZu1MBiyFIOuxczJY13gUUQ
আরও পড়ুন

মন্তব্যগুলি (19)

Similar Recipes