রোস্টেড র‍ ম‍্যাঙ্গো কুলার (roasted raw mango cooler recipe in Bengali)

Dustu Biswas
Dustu Biswas @cook_17647620

ট্র‍্যাডিশনাল আমপোড়া সরবত মান প্রাণ জুড়াতে নিয়ে এলাম‍ যা ঝলসানো রোদ থেকে ফেরার পর খেলে ঠান্ডা হওয়া যাবে অনায়াসেই।
https://youtu.be/wn_l3TMonrU

রোস্টেড র‍ ম‍্যাঙ্গো কুলার (roasted raw mango cooler recipe in Bengali)

ট্র‍্যাডিশনাল আমপোড়া সরবত মান প্রাণ জুড়াতে নিয়ে এলাম‍ যা ঝলসানো রোদ থেকে ফেরার পর খেলে ঠান্ডা হওয়া যাবে অনায়াসেই।
https://youtu.be/wn_l3TMonrU

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১৫মিনিট
৬জন
  1. ২টোকাঁচা আম
  2. ১টেবিল চামচবিটনুন
  3. ১বাটিপুদিনা পাতা
  4. ৫০০ মিলিঠান্ডা জল
  5. ১বাটিবরফকুচি
  6. ১টেবিল চামচভাজা জিরের গুঁড়ো
  7. ১/২ কাপচিনি

রান্নার নির্দেশ সমূহ

১৫মিনিট
  1. 1

    আম পুড়িয়ে শাঁস বার করে চটকে নিয়ে একটা মিক্সিং জারে রেখে তাতে চিনি,বিটনুন, ভাজা জিরেরগুঁড়ো, ঠান্ডা জল বরফ রেখে ব্লেন্ড করে নিতে হবে।

  2. 2

    সমস্ত টা ব্লেন্ড করে ছেঁকে আরো দেড়কাপ জল মিশিয়ে সুদৃশ্য গ্লাসে ঢেলে পরিবেশন করতে হবে।

  3. 3

    ৮- - ৮০সবার মন প্রাণ জুড়াবে। পরিবেশনের সময় গ্লাসের গায়ে পাতিলেবু ঘসে বিটনুন, লঙ্কাগুড়ো, জিরেরগুঁড়ো র ওপর গ্লাস গড়িয়ে নিয়ে সরবত পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Dustu Biswas
Dustu Biswas @cook_17647620

Similar Recipes