ম্যাঙ্গালোর স্টাইল পমফ্রেট কারি(mangalore style pomfret curry recipe in Bengali)

Payel Das
Payel Das @cook_27862476

#পছন্দেররেসিপি
#sunanda

ম্যাঙ্গালোর স্টাইল পমফ্রেট কারি(mangalore style pomfret curry recipe in Bengali)

#পছন্দেররেসিপি
#sunanda

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
2জনের জন্য
  1. 2 টো মাঝারি / বড়ো পমফ্রেট মাছ
  2. 2 টো মাঝারি পেঁয়াজ কুচি
  3. 15-20 টেবিল চামচ নারকেল কোরা
  4. 4-5 টাশুকনো লঙ্কা
  5. 1 টেবিল চামচ ধনে (গোটা)
  6. 1 চা চামচহলুদ গুঁড়ো
  7. 2 চামচলঙ্কা গুঁড়ো
  8. 3-4 টেবিল চামচ তেঁতুলের পাল্প
  9. 1/2 চা চামচচিনি
  10. স্বাদ মতনুন
  11. প্রয়োজন অনুযায়ীনারকেল তেল রান্নার জন্য
  12. 1 টানারকেল মালা (নারকেল কোরা বারকরে নিয়ে পরিষ্কার করে নিতে হবে)
  13. 1 ইঞ্চিআদা
  14. 2 টোবোটা শুদ্ধু কারি পাতা
  15. প্রয়োজন অনুযায়ীনারকেল কোরা আলাদা করে রাখতে হবে |

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    মশলা তৈরী :
    খালি কড়াইতে শুকনো লঙ্কা, ধনে ভেজে নিতে হবে | এবার নারকেল কোরা, আদা আর ভেজে রাখা ধনে আর শুকনো লঙ্কা একসাথে বেটে পেস্ট তৈরী করে নিতে হবে |

  2. 2

    মাছ ভাজা :
    মাছে গায়ে একটু চিরে নিয়ে তাতে নুন, হলুদ, লঙ্কাগুঁড়ো মিশিয়ে একটু রেখে ভেজে নিতে হবে |

  3. 3

    মূল রান্না :
    মাছ ভাজার কোরাইতেই 5-6 টা কারিপাতা দিয়ে পেয়াজ কুচি গুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে | পেয়াজ ভাজা হলে তৈরী করেরাখা মশলা দিয়ে দিতে হবে |মশলা থেকে ভাজতে ভাজতে তেল ছেড়ে এলে তাতে স্বাদ মতন নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে আবারো ভেজে নিতে হবে (গ্যাসের আঁচ টা low তেই থাকবে) | এবার এতে তেঁতুলের পাল্প দিতে হবে আর চিনি দিয়ে আবারো একটু কষিয়ে 1 বাটি গরম জল দিয়ে ফুটতে দিতে হবে | ফুটে আসা পর্যন্ত গ্যাস high আঁচে থাকবে | গ্রেভি / কারি ফুটে গেলে তাতে মাছ দিয়ে 5- 6 মিনিট ফুটিয়ে নিলেই তৈরী |

  4. 4

    পরিবেশন :
    মাছ গুলো একটা বড়ো প্লেটে নামিয়ে তারউপর নারকেল কোরা দিতে হবে | আর আগে থেকে রেখে দেওয়া নারকেল মালায় গ্রেভি / করি দিয়ে তারউপর একটু নারকেল কোরা দিতে হবে | ar পাশে একটু কারিপাতা দিয়ে পরিবেশন করতে হবে |

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Payel Das
Payel Das @cook_27862476

মন্তব্যগুলি

Similar Recipes