ঝিঙে পোস্ত (Jhinge Posto recipe in Bengali)

Runu Chowdhury
Runu Chowdhury @cook_20969727

#ebook06
#week6

eBook চ্যালেঞ্জ প্রতিযোগিতায় অংশ গ্রহন করে বানালাম ঝিঙে পোস্ত। গরম গরম ভাতের সঙ্গে বেশ ভালো লাগে।

ঝিঙে পোস্ত (Jhinge Posto recipe in Bengali)

#ebook06
#week6

eBook চ্যালেঞ্জ প্রতিযোগিতায় অংশ গ্রহন করে বানালাম ঝিঙে পোস্ত। গরম গরম ভাতের সঙ্গে বেশ ভালো লাগে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১৫ মিনিট
২ জন
  1. ৩টিঝিঙে
  2. ১টিআলু
  3. ৪চা চামচপোস্ত
  4. ১/৮চা চামচহলুদ গুঁড়ো
  5. ১চা চামচকালো জিরে
  6. ২টিকাঁচা লঙ্কা
  7. স্বাদমতোনুন
  8. ১ টেবিল চামচসরষে তেল

রান্নার নির্দেশ সমূহ

১৫ মিনিট
  1. 1

    ঝিঙে খোসা ছাড়িয়ে লম্বা করে কেটে নিতে হবে। আলু খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। সমস্ত সব্জি ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে।

  2. 2

    পোস্ত ১০/১৫ মিনিট জলে ভিজিয়ে রেখে জল ঝরিয়ে বেটে নিতে হবে।

  3. 3

    কড়া তে তেল গরম করে কালো জিরে ও কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ৩০ সেকেন্ডের জন্য নাড়িয়ে নিতে হবে। এরপর আলু ছেড়ে ২ মিনিট নেড়ে নিয়ে ঝিঙের টুকরো দিয়ে নাড়িয়ে নিয়ে হলুদ গুঁড়ো ও নুন যোগ করে আঁচ কম করে ঢেকে রাখতে হবে। ৫ থেকে ৭ মিনিটের জন্য। জল প্রয়োজন হয় না কারন ঝিঙে থেকে যে জল বের হয় সেটা তেই আলু সিদ্ধ হয়ে যাবে। পোস্ত বাটা মিশিয়ে পোস্ত বাটা বাটি ১ টেবিল চামচ জল দিয়ে যোগ করে দিয়ে আবার কম আঁচে মিনিট ৩/৪ মিনিট রাখলেই তৈরি ঝিঙে পোস্ত।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Runu Chowdhury
Runu Chowdhury @cook_20969727
আমি রান্না নিয়ে অনেক রকম ঘরোয়া গবেষনা করতে ভালোবাসি। প্রথাগত রান্না আমার খুবই প্রিয়। রান্নাবান্না আমার কয়েকটি সখের মধ্যে অন্যতম একটি।
আরও পড়ুন

Similar Recipes