শাহী সেমুইয়ের পায়েস(shshi simuier payesh recipe in Bengali)

Babli Kundu
Babli Kundu @Babli123
Siliguri

#উত্তরবাংলাররান্নাঘর
#আমারদেশেরখাবার
আমার দেশের রেসিপি গুলোর মধ্যে দুধের রেসিপি অন্যতম. আর সেটা যদি পায়েস বা ক্ষীর হয় তো লা জবাব!

শাহী সেমুইয়ের পায়েস(shshi simuier payesh recipe in Bengali)

#উত্তরবাংলাররান্নাঘর
#আমারদেশেরখাবার
আমার দেশের রেসিপি গুলোর মধ্যে দুধের রেসিপি অন্যতম. আর সেটা যদি পায়েস বা ক্ষীর হয় তো লা জবাব!

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিঃ
  1. ৩০০ মিঃ লিঃ ফুল ক্রিম দুধ
  2. ১ ছোট বাটি রোষ্টেড সেমুই
  3. ১০-১২ টা কাজুবাদাম
  4. ১০-১২ টা কিসমিস
  5. ২ টো ছোট এলাচ
  6. ১/২ কাপ চিনি
  7. ২ চা চামচ ঘি
  8. পরিমাণ মতগোলাপের পাঁপড়ি
  9. প্রয়োজন অনুযায়ীকেশর

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিঃ
  1. 1

    প্রথমে একটি নন স্টিক প্যানে ১ চা চামচ ঘী গরম করে কম আঁচে রোষ্টেড সেমুই হালকা ভেজে তুলে নিয়েছি. অন্য একটি পাত্রে দুধ ঘন হতে দিয়েছি. এলাচি দিয়েছি.

  2. 2

    দুধ ফুটে উঠলে চিনি, কাজুবাদাম মিশিয়ে মধ্যম আঁচে দুধ ঘন করে নিয়েছি. এবার এতে ভেজে রাখা সেমুই মিশিয়ে নিয়েছি. কিসমিস দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি.

  3. 3

    সেমুই খুব তাড়াতাড়ি দুধ টেনে নেয়. তাই সেমুই দেওয়ার পর ২ মিনিট রেখে গ্যাস ওভেন বন্ধ করে ঠান্ডা হলে, শাহী সেমুইয়ের পায়ের বাটিতে গোলাপের পাঁপড়ি ও কেশর ছড়িয়ে সাজিয়ে পরিবেশন করেছি. গরমের দিনে আধা ঘন্টা ফ্রিজে রেখেও পরিবেশন করতে পারেন.

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Babli Kundu
Babli Kundu @Babli123
Siliguri

Similar Recipes