তিরঙ্গা লুচি (tiranga luchi recipe in Bengali)

ÝTumpa Bose
ÝTumpa Bose @Tumpacook_25061140

তিরঙ্গা লুচি (tiranga luchi recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ৩কাপময়দা
  2. ১/৪কাপদুধে ভেজানো কেশর
  3. স্বাদ মতনুন ও চিনি
  4. ২ টেবিল চামচধনেপাতা, কাঁচা লংকা, একটা রসুনের কোয়া এই সব এক সাথে বাটা
  5. ২কাপরিফাইন্ড তেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে এক কাপ ময়দা চিনি গুরো, অল্প তেল দিয়ে মিশিয়ে দুধে ভেজানো কেশর দিয়ে নরম করে মাখতে হবে।

  2. 2

    আর এক কাপ ময়দা নুন আর তেল দিয়ে মিশিয়ে, হাল্কা গরম দুধ দিয়ে নরম করে মাখতে হবে

  3. 3

    সব শেষে এক কাপ ময়দা নুন ও তেল দিয়ে মিশিয়ে, তারপর ঐ ধনেপাতা বাটা দিয়ে মেখে নিতে হবে।

  4. 4

    এইভাবে তিনটে রঙের ডো তৈরি হয়ে গেলো।

  5. 5

    প্রত্যেক টা ডো লম্বা লম্বা করে, তারপর একসাথে পেঁচিয়ে দড়ি র মতো লম্বা করে, চাকু দিয়ে কেটে পিস পিস্ করে রাখতে হবে।

  6. 6

    এক একটা পিস্ নিয়ে গোল করে লুচি বেলে নিতে হবে।

  7. 7

    কড়াইতে তেল গরম করে লুচি গুলো ভেজে নিলেই রেডি "ত্রিরঙ্গা লুচি" ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
ÝTumpa Bose
ÝTumpa Bose @Tumpacook_25061140

Similar Recipes