ডিমের মাফিন(egg muffin recipe in bengali)

Sutapa Dey
Sutapa Dey @mamoni_004

ডিমের মাফিন(egg muffin recipe in bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩৫ মিনিট
৩ জন
  1. ৩ টে ডিম
  2. ১ টা মাঝারি গাজর ছোট্ট ছোট্ট করে কাটা
  3. ১ টা মাঝারি পেঁয়াজ ছোট্ট ছোট্ট করে কাটা
  4. ১ টা মাঝারি টমেটো ছোট্ট ছোট্ট করে কাটা
  5. ১ চা চামচ সবুজ মরিচ কুচি
  6. ১ টা মাঝারি কাটা ক্যাপ্সিকাম
  7. পরিমাণ মতচীজ কোরানো
  8. প্রয়োজন অনুযায়ী বাটার / মাখন
  9. ১/২কাপ দুধ
  10. স্বাদ মতনুন
  11. ১ টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

৩৫ মিনিট
  1. 1

    প্রথমে একটি প‍্যন এ দু চামচ বাটার দিতে হবে । তারপর বাটার মেল্ট্ট হলে
    ছোট্ট ছোট্ট করে কাটা গাজর ছোট্ট ছোট্ট করে কাটা পেঁয়াজ ছোট্ট ছোট্ট করে কাটা সবুজ মরিচ ছোট্ট ছোট্ট করে কাটা ক্যাপ্সিকাম সব সবজি দিতে হবে।

  2. 2

    সবজি হালকা ভাজাভাজা হলে তারপর পরিমান মত নুন দিতে হবে।

  3. 3

    এরপর ডিম টা ফেটিয়ে নিয়ে তারপর দিতে হবে হাফ কাপ দুধ। গোলমরিচ এক টেবিল চামচ ।

  4. 4

    দুধ ও ডিম টাকে ভাল করে মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দিতে হবে ভেজে রাখা সবজিগুলো ও গ্রেট করা চিজ্ দিতে হবে।

  5. 5

    তারপর সিলিকন মোট্ল গুলোতে বাটার ব্রাশ করে নিতে হবে। বানিয়ে রাখা ব‍্যটারটা মোট্ল এ দিতে হবে।

  6. 6

    তারপর একটি প‍্যান এর ওপর একটা
    স্ট্যান্ড দিয়ে মোট্ল গুলো রাখতে হবে। কুড়ি মিনিট মিডিয়াম গ্যাস ফেলম এ কুক করতে হবে।

  7. 7

    ঠান্ডা হয়ে গেলে সিলিকন মোট্ল থেকে বের করে গরম গরম পরিবেশ করুন ডিমের মাফিন(egg muffin's)।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sutapa Dey
Sutapa Dey @mamoni_004

Similar Recipes