ডাল ধোকলি(Dal dhokli recipe in Bengali)

Samita Sar
Samita Sar @cook_25646655


এই ঠাণ্ডার সময়ে এই রেসিপিটি দারুন উপাদেয় ।

ডাল ধোকলি(Dal dhokli recipe in Bengali)


এই ঠাণ্ডার সময়ে এই রেসিপিটি দারুন উপাদেয় ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ঘন্টা
৭-৮ জন
  1. ১৫০ গ্ৰাম অড়হর ডাল
  2. ১বাটি গাজর কুচি
  3. ১/২বাটি কড়াইশুঁটি
  4. ১বাটি পালং শাক কুচি
  5. ১টি টমেটো
  6. ১২-১৪ টি চীনাবাদাম
  7. ১ চা চামচ গুড়
  8. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  9. ১ চা চামচ ধনে গুঁড়ো
  10. ১ চা চামচ লঙ্কা
  11. ১বাটি আটা
  12. ২ টেবিল চামচ বেসন
  13. ১ চা চামচ ফোঁড়নের জন্যে জিরে
  14. ১/২ চা চামচ সর্ষে
  15. ১/২ চা চামচ মেথি
  16. ৩-৪টে শুকনো লঙ্কা
  17. ২টো তেজপাতা
  18. ২-৩ টে +১টুকরো লবঙ্গ ,দারচিনি
  19. ১/২চা চামচ হিং
  20. ১০-১২টা কারিপাতা
  21. ২চা চামচ ঘি
  22. ১ চা চামচ আদা বাটা
  23. স্বাদ মতনুন
  24. ১ চা চামচ জোয়ান
  25. ২টো কাঁচা লঙ্কা কুচি
  26. ১ চা চামচ ধনেপাতা কুচি
  27. ২ টেবিল চামচ সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

১ঘন্টা
  1. 1

    প্রথমে ডাল ৪ঘন্টা মতো ভিজিয়ে রেখে কুকারে ৩ টে সিটি দিয়ে নিয়ে নুন,হলুদ, লঙ্কা গুড়ো,গাজর কুচি ও কড়াইশুটি দিয়ে আরোও ১টা সিটি দিয়ে নিয়েছি।

  2. 2

    এবার আটা,বেসন,লঙ্কা গুড়ো,হিং,জোয়ান ও ঘি মিশিয়ে অল্প অল্প করে জল দিয়ে মেখে ডো বানিয়ে নিতে হবে।এবার বড় রুটির আকারে বেলে চৌকো করে কেটে নিতে হবে।তৈরি হল ডাল ধোকলি।

  3. 3

    এবার একটি কড়াইয়ে জল বসিয়ে ১/২,চামচ নুন দিয়ে ফুটতে দিতে হবে, ফুটে উঠলে ধোকলি গুলো দিয়ে ১০ মিনিট মতো সেদ্ধ করে নিতে হবে।

  4. 4

    এবার একটি কড়াইয়ে তেল দিয়ে জিরে, সর্ষে, মেথি, লবঙ্গ, দারচিনি, শুখনো লঙ্কা, কারিপাতা, চিনেবাদাম ও হিং ফোড়ন দিতে হবে।ভাজা হলে টমেটো কুচি, পালংশাক কুচি,আদাবাটা, ধনেগুড়ো, লঙ্কা কুচি,নুন ও হলুদ দিয়ে কষিয়ে নিতে হবে।গুড় দিয়ে দিতে হবে, সেদ্ধ করা ডাল ও ২কাপ মতোজল দিয়ে ফুটতে দিতে হবে ।

  5. 5

    ধোকলি গুলো দিয়ে দিতে হবে ও কম আচে ১০ মিনিট মতো ফুটতে দিতে হবে।ডাল ঘন হয়ে গেলে ঘি ও ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিতে হবে,একটু পাতলা থাকতে নামাতে হবে, পরে ঘন হয়ে যাবে।এবার ডালের ওপরে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম।এটি এমনি খাওয়া যায়,আবার পরোটার সঙ্গে খেতে ও খুব ভালো লাগবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Samita Sar
Samita Sar @cook_25646655

Similar Recipes