ফিরনি (phirni recipe in Bengali)

Sadiya yeasmin
Sadiya yeasmin @Sadiya_yeamin

#wd2
Winter delicacy challenge এর দ্বিতীয় সপ্তাহে আমি বানালাম ফিরনি।

ফিরনি (phirni recipe in Bengali)

#wd2
Winter delicacy challenge এর দ্বিতীয় সপ্তাহে আমি বানালাম ফিরনি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

45মিনিট
6জন
  1. 1কেজি ফুল ফ্যাট দুধ
  2. 8টেবিল চামচ বাসমতী চাল
  3. 8টেবিল চামচ চিনি
  4. 1 চা চামচএলাচ গুঁড়ো
  5. 2 ফোঁটাকেওড়া জল
  6. পরিাণ মতকাজু বাদাম, পেস্তা বাদাম ও আমণ্ড বাদাম কুচি

রান্নার নির্দেশ সমূহ

45মিনিট
  1. 1

    চাল ভাল করে ধুয়ে ১ঘন্টা ভিজিয়ে রাখতে হবে।এরপর জল ঝরিয়ে প্লেটে ছড়িয়ে রাখতে হবে। হাপ কাপ মতো দুধ দিয়ে মিক্সীতে বেশ ভালো করে পেস্ট করে নিতে হবে। মিশ্রণ টি স্মুথ হবে।

  2. 2

    1কেজি দুধ এ কয়েকটি কেশর দিয়ে একটা তলা ভারি পাত্রে করে ফোটাতে হবে।আঁচ কমিয়ে বাকি দুধ জ্বাল দিতে হবে।এই সময় দুধ ক্রমাগত নাড়তে থাকতে হবে।10 মিনিট মত কম আঁচে রান্না করতে হবে।

  3. 3

    এবার গরম দুধের মধ্যে ধীরে,ধীরে মিশ্রণ টি ঢালতে হবে।অন্য হাত দিয়ে দুধ টা নাড়তে হবে নাহলে গোটা হয়ে যেতে পারে।এবার আঁচ বাড়িয়ে ৫ মিনিট মতো রান্না করতে হবে।এই সময় মাঝে মাঝে দুধ নাড়তে থাকতে হবে।

  4. 4

    এবার চিনি দিয়ে আঁচ কমিয়ে আর মিনিট ১০নাড়তে হবে।দুধ প্রায় ঘন হয়ে এলে 1চা চামচ এলাচ গুঁড়ো ও 2 ফোঁটা কেওড়া জল মিশিয়ে নামিয়ে নিতে হবে। খুব বেশি গাঢ় করতে হবে না,নাহলে ঠান্ডা হলে শক্ত হয়ে যায়।হাল্কা গরম অবস্থা তে সার্ভিং বোলে ঢেলে ওপর দিয়ে কাজু,আমন্ড,পেস্তা কুচি ছড়িয়ে ১-২ ঘন্টার জন্য জমতে দিতে হবে।তারপর টেস্টি ফিরনি সার্ভ করার জন্য রেডী।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sadiya yeasmin
Sadiya yeasmin @Sadiya_yeamin

মন্তব্যগুলি

Similar Recipes