ধোকলা (dhokla recipe in Bengali)

Satabdi Ghosh
Satabdi Ghosh @2206950food

ধোকলা (dhokla recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৪ জন
  1. ২ কাপ বেসন
  2. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  3. ১ টা কাগজি লেবু
  4. স্বাদ মত লবণ , চিনি
  5. পরিমাণ মত +৪-৫ টা কারি পাতা, কাঁচা লঙ্কা
  6. ১/২ চা চামচ বেকিং পাউডার
  7. ১/৪ চা চামচ খাবার সোডা
  8. ১চা চামচ সাদা তেল
  9. ১ চা চামচ গোটা সর্ষে

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    প্রথমে একটা পাত্রে বেসন, লবণ, হলুদ গুঁড়ো ও কাগজি লেবুর রস মিশিয়ে নিয়ে ভালো করে ফেটিয়ে নিন ।

  2. 2

    এরপর। ওই মিশ্রন টা ১ ঘন্টা ভিজতে দিন ।

  3. 3

    ১ ঘন্টা পর মিশ্রনটি তে খাবার সোডা ও বেকিং পাউডার দিয়ে ভালো করে আবার ফেটিয়ে নিন ।

  4. 4

    এরপর একটা টিফিন বক্সে একটু সাদা তেল মাখিয়ে তাতে মিশ্রনটি ঢেলে দিন ।

  5. 5

    এরপর প্রেসার কুকারে জল দিয়ে একটা স্টান্ড কুকারের মধ্যে বসিয়ে তার মধ্যে টিফিন বক্স টি ঢাকনা লাগিয়ে বসিয়ে দিন ।

  6. 6

    এরপর প্রেসার কুকারের ঢাকনা হালকা করে লাগিয়ে রাখুন ।আর মাঝে মাঝে ঢাকনা খুলে চামচ বা ছুরি দিয়ে দেখে নিন হয়েছে কিনা ।

  7. 7

    হয়ে গেলে একটা থালায় নিয়ে ধোকলা টা পিস পিস করে কেটে নিন ।

  8. 8

    এরপর কড়াইয়ে সাদা তেল,কারি পাতা গোটা সর্ষে, কাঁচা লঙ্কা চিরে দিয়ে পরে তিনি চিনি দিয়ে ধোকলার ওপর ছড়িয়ে দিন ।

  9. 9

    এরপর পর পরিবেশন করুন মজাদার ধোকলা ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Satabdi Ghosh
Satabdi Ghosh @2206950food
আমি রান্না করতে খুব ভালবাসি। আর নতুন নতুন রান্না করে সবাইকে খাওয়াতে খুব ভালবাসি ।
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes