শাকশুকা (shakshuka recipe in Bengali)

Debalina Banerjee
Debalina Banerjee @debalina249

#ATW3
#TheChefStory

এটি একটি সহজে তৈরী করা যায় এমন দুর্দান্ত স্বাদের মেডিটেরেনিয়ান রেসিপি। আমরা জলখাবার হিসেবে বা লুচি/ পরোটা / রুটির সঙ্গে এই পদ খেতে পারি।

শাকশুকা (shakshuka recipe in Bengali)

#ATW3
#TheChefStory

এটি একটি সহজে তৈরী করা যায় এমন দুর্দান্ত স্বাদের মেডিটেরেনিয়ান রেসিপি। আমরা জলখাবার হিসেবে বা লুচি/ পরোটা / রুটির সঙ্গে এই পদ খেতে পারি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২৫ মিনিট
৫ জন
  1. ৫ টি পোল্ট্রির ডিম
  2. ১টি বড় ক্যাপ্সিকাম
  3. ২ টি মাঝারি পেঁয়াজ কুঁচনো
  4. ২ টি লঙ্কা কুচি
  5. ১ টেবিল চামচ আদা রসুন বাটা
  6. ২ টি বড় টমেটো পিউরি
  7. ৪ চা চামচ সাদা তেল
  8. ১/২ চা চামচ আস্ত জিরে
  9. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  10. ১ চা চামচ কাশ্মীরী লঙ্কার গুঁড়ো
  11. ১/২ চা চামচ ধনে গুঁড়ো
  12. ১/২ চা চামচ জিরে গুঁড়ো
  13. ১/২ চা চামচ গরম মশলা গুঁড়ো
  14. স্বাদ মত লবণ
  15. ১/২ চা চামচ গোলমরিচ এবং ধনেপাতা কুঁচনো
  16. ১ চা চামচ অরিগ্যানো
  17. ১ চা চামচ চিলি ফ্লেক্স
  18. ১ টা ছোট কিউব মোজারেলা চীজ গ্রেট করা
  19. ১ গ্লাস জল

রান্নার নির্দেশ সমূহ

২৫ মিনিট
  1. 1

    সবার প্রথমে গ্যাস জ্বেলে ফ্রায়িং প্যান গরম করে নিলাম। ওর মধ্যে সাদা তেল দিয়ে গরম হলে আস্ত জিরে ফোড়ন দিয়ে ১ মিনিট নাড়াচাড়া করে নিলাম।

  2. 2

    এবার লঙ্কা কুঁচনো দিয়ে নেড়ে ওর মধ্যে দিলাম ক্যাপ্সিকাম এবং পেঁয়াজ কুঁচনো। আদা রসুন বাটা দিলাম। অল্প লবণ দিয়ে প্যানের ঢাকা চাপা দিয়ে দিলাম। ৩-৪ মিনিট লো-মিডিয়াম আঁচে রান্না হতে দিলাম পেঁয়াজের রং পরিবর্তন হওয়া অবধি।

  3. 3

    এবার প্যানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। প্যান ঢাকা দিয়ে ১ মিনিট রান্না করলাম।

  4. 4

    ঢাকা খুলে আবার ভালো করে সব কিছু হাতা দিয়ে মিশিয়ে নিয়ে ঢেলে দিলাম টমেটো পিউরী। প্যান এর ঢাকা বন্ধ করে ২ মিনিট কম আঁচে রান্না করলাম।

  5. 5

    এরপর ঢাকা খুলে ১ গ্লাস জল ২/৩ বারে মিশিয়ে নিলাম।

  6. 6

    স্বাদ মতো লবণ এবং গরম মশলা মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে লো ফ্লেমে ২ মিনিট রান্না করলাম। গ্রেভি টা ঘন হয়ে আসবে এতে।

  7. 7

    এবার ঢাকনা খুলে ভালো করে সব মিশিয়ে নিলাম। গ্যাসের আঁচ লো তে রাখলাম। এবার এক এক করে ৫ টা ডিম বাটিতে ভেঙে নিয়ে হাতা দিয়ে গ্রেভির মধ্যে জায়গা করে নিয়ে বাটি দিয়ে ৫ বার ৫ টা ডিম ভাঙা প্যানে দিয়ে দিলাম। এবার ডিমের উপর লবণ, গোলমরিচ গুঁড়ো দিয়ে ঢাকনা দিয়ে ৩-৪ মিনিট কম আঁচে রান্না করলাম।

  8. 8

    এবার ১ টা কাঁটা চামচ দিয়ে দেখলাম ডিম গুলো শক্ত এবং সেট হয়ে গেছে কিনা। হয়ে গেলে উপর থেকে অরেগানো, চিলি ফ্লেক্স এবং ধনে পাতা কুঁচনো দিয়ে দিলাম।

  9. 9

    এবার গ্যাস বন্ধ করে প্যানে উপর থেকে গ্রেটেড মোজারেলা চীজ ছড়িয়ে দিয়ে প্যান খোলা অবস্থায় ১.৫ মিনিট রেখে দিলাম। এতে চীজ গলে যাবে এবং গ্রেভি ও সেট হয়ে যাবে। গরম গরম পরিবেশন করলাম শাকশুকা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Debalina Banerjee
Debalina Banerjee @debalina249
পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। কিন্তু ঝোঁকটা বরাবরই ভীষণ বেশি, রান্নাবান্নার প্রতি। রান্নাবান্নার প্রতি আমার একটা আলাদা ভালোলাগা আছে।
আরও পড়ুন

মন্তব্যগুলি (2)

Swati Bharadwaj
Swati Bharadwaj @explorefoodwithSwati
Darun hoyeche 👌 👌
Somay pele amar recipe gulo dekhben, iche hole like, comment o onusoron korben🌷

Similar Recipes