মুসলি ডিলাইট (muesli delight special (Sugar Free) recipe inBengali )

Auli Kar Raha (অলি কর রাহা)
Auli Kar Raha (অলি কর রাহা) @AuliRaha
সালকিয়া, হাওড়া

#ATW2
#TheChefStory
প্রথমেই #CookpadIndia ও শেফ স্মিত সাগরকে অনেক ধন্যবাদ এমন একটি প্রতিযোগিতা আয়োজন করার জন্য। প্রতিযোগিতায় অংশ নেওয়ার পর থেকেই ভাবছিলাম নতুনত্ব কী করা যায়। ভাবতে ভাবতেই মাথায় এলো এমন একটি মিষ্টি তৈরি করব যেটা স্বাস্থ্যকর হবে এবং যারা মিষ্টি পছন্দ করেন না তাঁরাও একবার অন্তত খেতে বাধ্য হবেন। ভাবতে ভাবতে মাথায় এল মুসলি দিয়ে কিছু একটা করলে কেমন হয়। কুকপ্যাডে দেখলাম মুসলি দিয়ে এই ধরনের কোনো রেসিপি নেই। সেদিক থেকে মুসলি দিয়ে আমার তৈরি সন্দেশটি কুকপ্যাডে প্রথম রেসিপি বলা যায়। এটি স্বাদেও যেমন দূর্দান্ত হয়েছে, তেমন স্বাস্থ্যকরও।

মুসলি ডিলাইট (muesli delight special (Sugar Free) recipe inBengali )

#ATW2
#TheChefStory
প্রথমেই #CookpadIndia ও শেফ স্মিত সাগরকে অনেক ধন্যবাদ এমন একটি প্রতিযোগিতা আয়োজন করার জন্য। প্রতিযোগিতায় অংশ নেওয়ার পর থেকেই ভাবছিলাম নতুনত্ব কী করা যায়। ভাবতে ভাবতেই মাথায় এলো এমন একটি মিষ্টি তৈরি করব যেটা স্বাস্থ্যকর হবে এবং যারা মিষ্টি পছন্দ করেন না তাঁরাও একবার অন্তত খেতে বাধ্য হবেন। ভাবতে ভাবতে মাথায় এল মুসলি দিয়ে কিছু একটা করলে কেমন হয়। কুকপ্যাডে দেখলাম মুসলি দিয়ে এই ধরনের কোনো রেসিপি নেই। সেদিক থেকে মুসলি দিয়ে আমার তৈরি সন্দেশটি কুকপ্যাডে প্রথম রেসিপি বলা যায়। এটি স্বাদেও যেমন দূর্দান্ত হয়েছে, তেমন স্বাস্থ্যকরও।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৬ জন
  1. ১৫০ গ্রাম মুসলি
  2. ১০-১২ টা ভেজানো কাজুবাদাম টুকরো করা
  3. ১০-১২ টা ভেজানো আমন্ড টুকরো করা
  4. ৫-৬ টা ভেজানো খেজুর
  5. ৫-৬ টা ভেজানো অ্যাপ্রিকট
  6. ২ টেবিল চামচ মধু
  7. ২টেবিল চামচ দুধ
  8. ১/৪ চা চামচ ছোট এলাচের গুড়ো
  9. ১/২ চা চামচ ঘি

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    প্রথমে মুসলি মিক্সিতে একবার ঘুরিয়ে নেব।

  2. 2

    ফ্রাই প্যানে গুড়ো করা মুসলি একটু ঘি দিয়ে নাড়াচাড়া করব। লালচে হয়ে গেলে কাজুবাদাম ও আমন্ড কুঁচি দিয়ে আরো মিনিট দুয়েক নাড়াচাড়া করব।

  3. 3

    বীজ ছাড়ানো খেজুর ও অ্যাপ্রিকট ২ চামচ দুধ দিয়ে মিক্সিতে দিয়ে ভাল করে পেস্ট করে নেব।

  4. 4

    মুসলির মধ্যে খেজুরের মিশ্রনটা দেব। ২ চামচ মধু ও ছোট এলাচের গুঁড়ো দিয়ে পুরোটা ভালে করে মেখে নেব।

  5. 5

    তারপর পছন্দমতো আকার দিয়ে কেটে নেব। ব্যস হয়ে গেল সুগার ফ্রি মুসলি ডিলাইট স্পেশাল।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Auli Kar Raha (অলি কর রাহা)
সালকিয়া, হাওড়া

মন্তব্যগুলি

Similar Recipes