সর্ষে শাক পনির (shorshe saag paneer recipe in Bengali)

Sukla Banerjee
Sukla Banerjee @sukla_banerjee

#WV

সর্ষে শাক পনির (shorshe saag paneer recipe in Bengali)

#WV

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 1আঁটিসর্ষে শাক (কুচি করে কাটা)
  2. 200 গ্রাম পনির কিউব করে কাটা
  3. 2 চা চামচসাদা তেল
  4. 1 টেবিল চামচমাখন
  5. স্বাদ মতনুন চিনি পরিমাণ মতো
  6. 1/2 চা চামচগোটা মেথি
  7. 2টেবিল চামচ দুধ
  8. 1টা টমেটো কুচি করে কাটা
  9. 1টা মাঝারিপেঁয়াজ এক
  10. 1 চা চামচকাঁচা লঙ্কা কুচি
  11. 1 চা চামচআদা রসুন কুচি
  12. 1টেবিল চামচভাপানো মটরশুঁটি
  13. 1/2 চা চামচ জিরে গুঁড়ো
  14. 1/2 চা চামচলঙ্কা গুঁড়ো
  15. 1টেবিল চামচফেটানো টক দই

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    কড়াই তে পরিমাণ মতো জল দিন। জল ফুটে উঠলে সরষে শাক অ টমেটো কুচি দিন। এবার সামান্য চিনি দিয়ে ভাপিয়ে নিন ও মিক্সিতে পেস্ট করে নিন।

  2. 2

    গ্যাস এ কড়াই ছাপিয়ে সাদা তেল ও পরিমাণ মতো মাখন দিন। এবার গোটা মেথি ফোড়ন দিয়ে আদা কুচি, রসুন কুচি, কাচা লঙ্কা কুচি ও পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে নিন। পেঁয়াজ নরম হয় এলে সরষে শাকের পেস্ট টা ঢেলে দিন। এবার জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও পরিমাণ মতো নুন দিয়ে কষে নিন এবং অল্প দুধ দিন।

  3. 3

    এবার পনির ও ভাপানো মটরশুটি শাকের মিশ্রণে দিন ও হালকা হাতে পুরোটা মিশিয়ে নিন।

  4. 4

    এবার উপর থেকে মাখন দিয়ে নামিয়ে নিন ও উপরে ফ্যাটানো টক দই ছড়িয়ে রুটি বা পরোটার সাথে পরিবেশন করুন সুস্বাদু সরষে শাক পনির।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sukla Banerjee
Sukla Banerjee @sukla_banerjee

মন্তব্যগুলি

Similar Recipes