আলুর চপ (aloor chop recipe in Bengali)

Anusree Goswami
Anusree Goswami @cook_27445071

#PR
আলুর চপ পিকনিক এর একটি অন্যতম পদ।টিফিন টাইম এ চপ আর মুড়ি দারুণ লাগে

আলুর চপ (aloor chop recipe in Bengali)

#PR
আলুর চপ পিকনিক এর একটি অন্যতম পদ।টিফিন টাইম এ চপ আর মুড়ি দারুণ লাগে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
২০জন
  1. ১কেজি আলু
  2. ২৫০ গ্রাম সর্ষের তেল
  3. ২চা চামচ হলুদ গুঁড়ো
  4. ২ চা চামচ কাশ্মীরী লঙ্কা গুঁড়ো
  5. ২টি শুকনো লঙ্কা
  6. ১ চা চামচ পাঁচফোড়ন
  7. ১\২ কাপ নারকেল কুচি
  8. ১\২ কাপ ভাজা বাদাম
  9. ১চা চামচচিনি
  10. স্বাদ মতনুন
  11. পরিমাণ মতকিসমিস
  12. পরিমাণ মতপাঁচফোড়ন আর গোটা জিরে মিশিয়ে ভেজে একটা ভাজা মশলা
  13. ১ চা চামচ আদা বাটা
  14. ৩০০ গ্রামব্যাসন
  15. ৩চা চামচচালের গুঁড়ো
  16. ১ চিমটি খাবার সোডা

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    প্রথমে আলু গুলো সিদ্ধ করে খোসা ছাড়িয়ে মেখে নিতে হবে

  2. 2

    এরপর সবকিছু মশলা এক জায়গায় করে নিতে হবে

  3. 3

    এরপর করাই তে চামচ মতো তেল দিয়ে তাতে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে তার মধ্যে হলুদ গুঁড়ো কাশ্মীরী লঙ্কা গুঁড়ো দিয়ে সব উপকরণ দিয়ে আলু মাখা টা দিয়ে নুন ও চিনি দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে, তারপর ভাজা মশলা টা দিয়ে নেড়ে একটা জায়গায় নামিয়ে নিতে হবে।

  4. 4

    এরপর একটা জায়গায় ব্যাসন,চালের গুঁড়ো,খাবার সোডা,নুন,হলুদ গুঁড়ো,কাশ্মীরী লঙ্কা গুঁড়ো ভালো করে মিশিয়ে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। আর আলু মাখা দিয়ে একটা একটা করে চপের আকার দিয়ে ব্যাসন এ ডুবিয়ে ছাকা তেলে ভাজা করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Anusree Goswami
Anusree Goswami @cook_27445071

মন্তব্যগুলি

Similar Recipes