পটলের দোলমা / দোরমা

HeartbeatCookingChannel
HeartbeatCookingChannel @cook_15873105
India

লকা রান্না করার জন্য পটলের দোলমা সুস্বাদু জনপ্রিয় রেসিপি এখানে চিকেনের পুর দিয়ে দলমা তৈরি করা হয়েছে আমাদের এই রেসিপি টি দেওয়া আছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।

https://youtu.be/QM3T4O0l998

পটলের দোলমা / দোরমা

লকা রান্না করার জন্য পটলের দোলমা সুস্বাদু জনপ্রিয় রেসিপি এখানে চিকেনের পুর দিয়ে দলমা তৈরি করা হয়েছে আমাদের এই রেসিপি টি দেওয়া আছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।

https://youtu.be/QM3T4O0l998

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
চারজনের জন্য
  1. 250 গ্রামপটল
  2. 200 গ্রাম বোনলেস চিকেন
  3. 1 চা চামচগোটা জিরে
  4. 4 টিতেজপাতা
  5. 4টি শুকনো লঙ্কা
  6. 2 টি এলাচ
  7. 2 টিদারুচিনি
  8. 4চা চামচরসুুুন বাটা
  9. 4 চা চামচপেঁয়াজ বাটা
  10. 4 চা চামচলঙ্কা বাটা
  11. 2 চা চামচধনে গুঁড়ো
  12. পরিমাণ মতোসরিষার তেল
  13. 2 চা চামচটমেটো বাটা
  14. 1 চা চামচশুকনো লঙ্কা গুঁড়ো
  15. 2 চা চামচজিরে বাটা
  16. 2 চা চামচ হলুদ গুঁড়ো
  17. 2টিপিঁয়াজ কুচি করে নিতে হবে

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    সবার প্রথমে পটল গুলোকে ভাল করে ধুয়ে পটলের মাথাটাকে ভালো করে কেটে দিতে হবে। খুব সাবধানে করতে হবে যাতে পটল টি ভেঙে না যায়।সম্পূর্ণ বীজগুলো বাইরে বের করে দিতে হবে।

  2. 2

    এরপর চিকেন গুলোকে কুচি করে কেটে নিতে হবে।

  3. 3

    এখন চিকেন পুর তৈরি করব। প্রথমে পরিমাণমতো সরষের তেল গরম করে তারমধ্যে সাদা জিরে শুকনো লঙ্কা দারুচিনি এলাচ তেজপাতা ফোড়ন দিতে হবে।

  4. 4

    এরপর এলাচ ও দারুচিনি গুলো তুলে রাখতে হবে। এখন তেলের মধ্যে চিকেনের কুচি গুলো দিয়ে দিতে হবে এবং সামান্য নুন হলুদ গুঁড়ো ও শুকনো লঙ্কারগুঁড়ো দিয়ে ভালোভাবে ভাজতে হবে। তারপর পেঁয়াজ কুচি ও দু চামচ আদা রসুনের বাটা দিয়ে ভাজতে হবে এবং একে একে এক চামচ লঙ্কা বাটা হাফ চামচ জিরে বাটা এক চামচ টমেটো বাটা ও সামান্য পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে কষাতে হবে। এইভাবে পুর তৈরি করতে হবে।

  5. 5

    এখন পুর কিছুক্ষণ ঠান্ডা করে খুব সাবধানে পটল গুলোর মধ্যে ভরতে হবে এবং পটলের মুখটা বন্ধ করে এর মধ্যে টুথপিক লাগিয়ে দিতে হবে।

  6. 6

    এখন আরেকবার একটু তেল গরম করে পুর ভরা পটল গুলিকে দুপাশে ভেজে নিতে হবে এবং একটি পাত্রে তুলে রাখতে হবে।

  7. 7

    এরপর গ্রেভি বানানোর জন্য পটল ভাজার পর বেঁচে যাওয়া তেলের মধ্যে প্রথমে সামান্য পরিমাণ সাদা জিরে দুটো তেজপাতা ও দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে। এরপর একে একে দুটো মাঝারি মাপের পেঁয়াজ বাটা, এক চামচ রসুন বাটা দিয়ে, দেড় চামচ মত লঙ্কা বাটা, হাফ চামচ নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো ও হাফ চামচ এর থেকে একটু কম পরিমাণ লঙ্কার গুঁড়ো দিতে হবে এবং ভালোভাবে ভেজে নিয়ে তারমধ্যে এক চামচ জিরে বাটা হাফ চামচ ধনে গুঁড়ো এবং দেড় চামচ টমেটো বাটা দিয়ে এই পুরো মিশ্রণটি কে ভালোভাবে কষাতে হবে।

  8. 8

    মশলা থেকে তেল ছেড়ে আসলে এর মধ্যে এক কাপ পরিমান জল দিয়ে দেব এবং গ্রেভি ফুটতে শুরু করলে তারমধ্যে পটল গুলো দিয়ে দেব এবং চার থেকে পাঁচ মিনিটের জন্য ঢাকা দেওয়া অবস্থায় রান্না করতে হবে। 5 মিনিট পর ঢাকনা খুলে আগে থেকে তুলে রাখা গোটা গরম মশলা থেঁতো করে ছড়িয়ে দিতে হবে এবং কয়েক সেকেন্ডের জন্য ঢাকা দিয়ে একদম কম আছে রাখতে হবে। এই ভাবে তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি চিকেন পুর ভরা পটলের দোলমা / দোরমা

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
HeartbeatCookingChannel
HeartbeatCookingChannel @cook_15873105
India
#HeartbeatCookingChannelLink for Subscriptionwww.YouTube.com/c/heartbeatcookingchannel
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes