বাদশাহী ভেটকি(badshahi bhetki recipe in Bengali)

Smita Banerjee
Smita Banerjee @cook_15813444

মেইন কোর্স
#cookforcookpad

বাদশাহী ভেটকি(badshahi bhetki recipe in Bengali)

মেইন কোর্স
#cookforcookpad

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ১৫০গ্রাম ওজনের দু পিস্ ভেটকি মাছ
  2. ১টাডিম
  3. ৪ টেবিল চামচ ময়দা
  4. ১ টি পাতি লেবু
  5. ২কাপসাদা তেল
  6. ১ টেবিল চামচ পিঁয়াজ বাটা
  7. ১ চা চামচ রসুন বাটা
  8. ১ টেবিল চামচআদা বাটা
  9. ২ টেবিল চামচ ট্যমাটো পেস্ট
  10. ১টেবিল চামচ পোস্তো বাটা
  11. ১ টেবিল চামচচার মগজ বাটা
  12. ১টেবিল চামচকাজু বাটা
  13. ৮ টিকিশমিশ
  14. ২টেবিল চামচফ্রেশ ক্রিম
  15. ২ টেবিল চামচ২টেবিল চামচ কাশ্মীরি লংকা র গুঁড়ো
  16. ২ টেবিল চামচফেটানো টক দই
  17. স্বাদ অনুযায়ী লবন
  18. প্রয়োজন অনুযায়ীগারনিশিং এর জন্য অল্প ধনে পাতা আর গ্রেড করা চিজ্
  19. ১চা চামচগরম মশলা

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে মাছ ভালো করে ধুয়ে ১৫ মিনিট লেবু জলে ম্যরিনেট করতে হবে

  2. 2

    মাছ জল থেকে তুলে ফেটানো ডিমে ডুবিয়ে ময়দাতে (অল্প লবন মেশাতে হবে) কোট করে রাখতে হবে

  3. 3

    এরপর কড়াই এ তেল গরম করে মাছ ভেজে তুলে রাখতে হবে

  4. 4

    ওই তেল অন্য একটি কড়াই এ গরম করে একে একে পর পর সব উপকরণ আদা, পিঁয়াজ, রসুন, ট্যমেটো, দিয়ে অল্প আঁচে কষাতে হবে

  5. 5

    তেল ছাড়তে থাকলে এতে মগজ বাটা, পোস্তো বাটা, কাজু বাটা, স্বাদ মতন লবন দিয়ে ভাজতে হবে

  6. 6

    এরপর ফেটানো দই দিয়ে নাড়তে হবে

  7. 7

    ভালো ভাবে মিশে গেলে ভাজা মাছ দিয়ে দিতে হবে সাথে ৪ টে কিশমিশ

  8. 8

    ফ্রেশ ক্রিম দিয়ে অল্প আঁচে কিছু সময় রেখে গরম মশলা ছাড়িয়ে নামিয়ে নিতে হবে

  9. 9

    নামিয়ে প্লেটে মাছ পরিবেশন করে গারনিশিংএর জন্য ওপরে চিজ্গ্রেড করে, ধনে পাতা দিয়ে, গরম মশলা একটি ছাকনিতে নিয়ে মাছের চারি দিকে দিতে হবে, ৪ টে কিশমিশ আর অল্প ফ্রেশ ক্রিম দিয়ে প্লেটিং সম্পূর্ণ করতে হবে

  10. 10

    তৈরি বাদশাহী ভেটকি। এটি বাদশাহী পোলাও এর সাথে সব থেকে ভালো লাগবে খেতে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Smita Banerjee
Smita Banerjee @cook_15813444

মন্তব্যগুলি

Similar Recipes