সবুজ ডিমের বাহার(sobuj dimer recipe in Bengali)

Moumita Das Pahari
Moumita Das Pahari @cook_21152742

#আমারপ্রথমরেসিপি
#easyrecipe
#sanjhbitebox

সবুজ ডিমের বাহার(sobuj dimer recipe in Bengali)

#আমারপ্রথমরেসিপি
#easyrecipe
#sanjhbitebox

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

35 মিনিট রান্না
চারজনের জন্য
  1. ৬ টি ডিম
  2. ৩ টেবিল চামচ পেঁয়াজ বাটা
  3. ২ টেবিল চামচ আদা বাটা
  4. ২ টেবিল চামচ রসুন বাটা
  5. ৩ টেবিল চামচ টমেটো বাটা
  6. স্বাদ অনুযায়ীনুন
  7. স্বাদ অনুযায়ীচিনি
  8. ১ চা চামচলঙ্কা গুঁড়ো
  9. ১ চা চামচহলুদ গুঁড়ো
  10. ৫ টেবিল চামচ ধনেপাতা বাটা
  11. ১ চা চামচ লেবুর রস
  12. ১ টি শশা সাজানোর জন্য
  13. ২ টি কাঁচালঙ্কা সাজানোর জন্য
  14. ১ চা চামচমরিচ গুঁড়ো
  15. ৫ টেবিল চামচসাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

35 মিনিট রান্না
  1. 1

    প্রথমে একটা বাটিতে ছটা ডিমের সাথে 2 চামচ ধনেপাতা বাটা, হাফ চা চামচ নুন, হাফ চা চামচ গোল মরিচের গুঁড়া, ১/২চা চামচ লেবুর রস, দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে।

  2. 2

    একটা কড়াইতে জলের ওপর টিফিন বক্সে করে ওই ফেটানো ডিম টা বসিয়ে দিতে হবে। জলের পরিমাণ টা এমন ভাবে দিতে হবে যাতে টিফিন বক্স এর মধ্যে জল ঢুকে না যায়। এইভাবে কম আছে ডিমগুলোকে ১৫ থেকে কুড়ি মিনিট ভাপিয়ে নিতে হবে।

  3. 3

    এরপর ডিমগুলোকে বক্স থেকে বের করে পিস পিস করে কেটে নিতে হবে।

  4. 4

    কড়াইতে সাদা তেল গরম করে তাতে একে একে পেঁয়াজ বাটা, আদা বাটা,রসুন বাটা,টমেটো বাটা দিয়ে কষিয়ে নিতে হবে। তারপর তেল ছাড়তে শুরু করলে তাতে একে একে নুন, হলুদ,লঙ্কাগুঁড়ো, চিনি দিয়ে আর একটু কষাতে হবে। শুকনো হয়ে গেলে তাতে বাকি ধনেপাতা বাটা দিয়ে ভাল করে নেড়ে নিতে । তারপর সামান্য জল দিয়ে একটু ফুটিয়ে পিস করা দিনগুলো দিয়ে কড়াইয়ের ঢাকনা বন্ধ করে কম আচে ৫ থেকে ৭ মিনিট ফুটিয়ে নিতে হবে। বাটিতে তুলে নিয়ে শসা, ধনেপাতা,কাঁচা লঙ্কা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন সবুজ ডিমের বাহার।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Moumita Das Pahari
Moumita Das Pahari @cook_21152742

মন্তব্যগুলি

Similar Recipes