আপেলী পোলাও (appeli polao recipe in Bengali)

Saheli Mudi
Saheli Mudi @saheli_17944285
udaynarayapur howrah

আপেলী পোলাও (appeli polao recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ১টি বড় আপেল
  2. ১ কাপ বাসমতী চাল
  3. ২ টেবিল চামচ ঘি
  4. ২টি এলাচ
  5. ২টি লবঙ্গ
  6. ১ টি দারিচিনি টুকরো
  7. ২ টি তেজপাতা
  8. প্রয়োজনমত কাজু বাদাম
  9. প্রয়োজনমত কিসমিস
  10. ১/২ কাপ দুধ
  11. ১ চিমটি জাফরান
  12. প্রয়োজনমত চিনি
  13. স্বাদমত নুন

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে আপেলের খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিন।

  2. 2

    এবার চিনির সিরা করে আপেলের টুকরো গুলো দিয়ে ভালভাবে নেড়ে যখন ফুটবে ১চিমটি জাফরান দিন। আঠালো হয়ে আসলে তখন নামিয়ে নিন।

  3. 3

    এবার বাসমতী চাল ৭০% সেদ্ধ করে নিন।

  4. 4

    কাজু ও কিসমিস জলে ভিজিয়ে রাখুন।

  5. 5

    এবার কড়াইতে ঘি গরম করে তেজপাতা,লবঙ্গ,এলাচ,দারচিনি ফোড়ন দিন। সেদ্ধ করা বাসমতি ভাত দিয়ে নাড়াচাড়া করে স্বাদমত নুন, ভেজানো কাজু ও কিসমিস দিন।

  6. 6

    এবার আপেলের মিশ্রন দিয়ে হালকা হাতে নেড়ে, দুধে ভেজানো জাফরান দিয়ে ঢাকা দিন।

  7. 7

    কিছুক্ষণ পর নামিয়ে নিন। পরিবেশনের জন্য তৈরি ঠাকুরবাড়ির আপেলী পোলাও ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Saheli Mudi
Saheli Mudi @saheli_17944285
udaynarayapur howrah
রান্না করতে ভাঌল লাগেনতুন কত কিছু,জোগাড়ের আয়োজনপড়ে না যেন পিছু।রান্না একটি শখের জিনিসমন দিলেই হয়,তেল, ঝাল, মশলাঠিক তাতে রয় ॥
আরও পড়ুন

Similar Recipes