মটন কাবলী ও ডাল পুরীর যুগলবন্দী(mutton kabli o daalpurir jugalbondi recipe in Bengali)

Arpita Banerjee Chowdhury
Arpita Banerjee Chowdhury @cook_25575199

#ebook2
#বাংলা নববর্ষ

মটন কাবলী ও ডাল পুরীর যুগলবন্দী(mutton kabli o daalpurir jugalbondi recipe in Bengali)

#ebook2
#বাংলা নববর্ষ

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১.৩০ ঘন্টা
২ জন
  1. ১৫০ গ্রাম মটন কিমা
  2. ২০০ গ্রাম কাবলী ছোলা
  3. ২ টেবিল চামচ পেঁয়াজ বাটা,
  4. ১ টেবিল চামচ আদা রসুন বাটা
  5. ২ চা চামচ জিরে গুঁড়া
  6. ১ চা চামচ ধনে গুঁড়া
  7. ১ চা চামচ হলুদ গুঁড়া
  8. ১ চা চামচ লঙ্কা গুঁড়ো
  9. ১/২ চা চামচ চিনি
  10. স্বাদ অনুযায়ীনুন
  11. ১/২ কাপ বা ২ টি টমেটো কুচি
  12. ডালপুরি
  13. ২৫০ গ্রাম ময়দা
  14. স্বাদ অনুযায়ীনুন
  15. ২ চা চামচ আদা কাঁচা লঙ্কা বাটা
  16. ১ কাপ বা ১০০ গ্রাম ছোলার ডাল সেদ্ধ
  17. ২ টেবিল চামচ ভাজা মশলা (ধনে জিরে)
  18. প্রয়োজন অনুযায়ী সাদা তেল
  19. ১/২ চা চামচ হিং

রান্নার নির্দেশ সমূহ

১.৩০ ঘন্টা
  1. 1

    কড়া তে সাদা তেল দিয়ে পিয়াজ আদা রসুন বাটা নুন হলুদ ধনে জিরে বাটা দিয়ে ভালো করে কষিয়ে মাটন কিমা দিয়ে ঢাকা দিয়ে অল্প অল্প জল দিয়ে কষতে হবে

  2. 2

    কাবলি ছোলা সেদ্ধ দিয়ে কাশ্মিরী লঙ্কা গুঁড়ো ও সামান্য চিনি দিয়ে আবারো ভালো করে কষিয়ে নিন

  3. 3

    জল দিয়ে ঢাকা দিয়ে সিম আঁচে ১৫-২০ মিনিট রেখে উপর থেকে গরম মশলা ও ঘি দিয়ে নামিয়ে নিন

  4. 4

    ময়দা সাদা তেল ও নুন দই ভালো করে মেখে নিন।যেনো ময়াম ভালো হয়

  5. 5

    কড়া তে অল্প তেল দিয়ে হিং দিয়ে আদা কাচা লঙ্কা বাটা দিয়ে ছোলার ডাল শুকনো করে নিন।

  6. 6

    ময় দা লেচি কেটে বাটির মতো আকৃতি দিয়ে ডাল এর পুর ভরে তেল দিয়ে বেলে নিন।যেনো পুর বাইরে না বেরিয়ে পড়ে।গরম তেল বা ঘি এ ভেজে পরিবেশন করুন মাটন কাবলির সহযোগ এ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Arpita Banerjee Chowdhury

Similar Recipes