দই চিকেন (doi chicken recipe in Bengali)

Nibedita Das
Nibedita Das @Nibe
Panskura

#soulfulappetite

এটি চিকেন এর অপূর্ব সুন্দর পদ। যেকোনো খাওয়ার এর সাথে পরিবেশন করা হয়।

দই চিকেন (doi chicken recipe in Bengali)

#soulfulappetite

এটি চিকেন এর অপূর্ব সুন্দর পদ। যেকোনো খাওয়ার এর সাথে পরিবেশন করা হয়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ঘন্টা
৩ জন
  1. ৫০০ গ্রাম চিকেন
  2. ১০০ গ্রাম সরষের তেল
  3. ৫০ গ্রাম আদা
  4. ১ টা বড় রসুন
  5. ৪ টা বড় পেঁয়াজ
  6. ৩০ গ্রাম দই
  7. প্রয়োজন মতোধনেপাতা
  8. স্বাদ অনুযায়ীলঙ্কা গুঁড়ো
  9. স্বাদমতোলবণ
  10. ২টা লবঙ্গ
  11. ২টা তেজপাতা
  12. ২ ইঞ্চি দারুচিনি
  13. ১টা টমেটো

রান্নার নির্দেশ সমূহ

১ঘন্টা
  1. 1

    চিকেন টা কে ভালো করে ধুয়ে ম্যারিনেট করতে হবে। ২ চামচ আদা বাটা, পেঁয়াজ কুচি অল্প, রসুন ১ চামচ, নুন, হলুদ অল্প, ২চামচ সরষের তেল। দিয়ে ভালো করে মাখাতে হবে। ১ ঘন্টা রেখে দিতে হবে।

  2. 2

    ১ঘন্টা পর কড়াই তেল গরম করে শুকনো মশলা দিয়ে ভাজা হলে ওর মধ্যে বাকি পেঁয়াজ কুচি, দিয়ে হালকা ভাজা হলে ওর মধ্যে আদা বাটা, রসুন বাটা দিয়ে, টমেটো কুচি দিয়ে কষিয়ে নিয়ে পরিমাণ মতো হলুদ, লঙ্কা গুঁড়ো, লবণ স্বাদমতো দিয়ে ফেটানো দৈ টা দিয়ে কষিয়ে নিয়ে।

  3. 3

    মশলা কষানো হলে ওতে ম্যারিনেট করা চিকেন টা দিয়ে কষিয়ে নিতে হবে। হালকা ঢাকনা চেপে কষাতে হবে।

  4. 4

    কষানো হয়ে এলে অল্প জল দিয়ে ফুটিয়ে গ্রেভি টাইপের থাকবে তাই বেশি জল দেওয়া যাবে না। কিছুক্ষণ ফুটিয়ে ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিলেই তৈরি দৈ চিকেন।

  5. 5

    ঠান্ডা হলে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Nibedita Das
Panskura
আমি রান্না ভালোবাসি
আরও পড়ুন

Similar Recipes