মাটন ডাকবাংলো

Sandipta Sinha
Sandipta Sinha @sand_15

#ebook2
#দুর্গাপূজা ২০২০

মাটন ডাকবাংলো

#ebook2
#দুর্গাপূজা ২০২০

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩৫ মিনিট
৩-৪
  1. ম্যারিনেট করার জন্যে -
  2. ৫০০গ্রামকচি পাঁঠা
  3. ২ টেবিল চামচটক দই
  4. ১ টেবিল চামচআদা বাটা
  5. ১ টেবিল চামচরসুন বাটা
  6. ১/২ টেবিল মচলাল লঙ্কা গুঁড়ো
  7. ১/২ টেবিল চামচহলুদ
  8. ২টেবিল চামচসর্ষে তেল
  9. স্বাদ অনুযায়ীনুন
  10. ডাকবাংলো স্পেশাল মশলা
  11. ১টা দারচিনি
  12. ৮-১০টাগোটা গোলমরিচ
  13. ৬টাএলাচ
  14. ৪-৫টালবঙ্গ
  15. ১/২ টেবিল চামচজায়ফল
  16. প্রয়োজন মতজৈয়িত্রী
  17. ১ টেবিল চামচগোটা ধনে
  18. ৩-৪টেগোটা শুকনো লঙ্কা
  19. গ্রেভি করার জন্যে -
  20. ২-৩টেসেদ্ধ ডিম
  21. ২-৩টেআলু
  22. ২ টেবিল চামচসর্ষে তেল
  23. ১/২ টেবিল চামচরাঁধুনি
  24. ১/২ টেবিল চামচগোটা জিরে
  25. ২টোতেজপাতা
  26. ১কাপপিয়াজ কুচি
  27. ১ টেবিল চামচআদা বাটা
  28. ১ টেবিল চামচরসুন বাটা ১ টেবিল চামচ
  29. ২-৩টেচেঁড়া কাঁচা লঙ্কা
  30. ১ টেবিল চামচধনে গুঁড়ো
  31. ১ টেবিল চামচজিরে গুঁড়ো
  32. ১/২কাপটমেটো কুচি
  33. স্বাদ অনুযায়ীনুন ও চিনি
  34. ১ টেবিল চামচকাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

৩৫ মিনিট
  1. 1

    ম্যারিনেট" এর নীচে তালিকাভুক্ত সমস্ত উপাদানগুলির সাথে মাংসকে ম্যারিনেট করুন এবং কমপক্ষে ৪-৫ ঘন্টা ফ্রিজে রাখুন।
    এদিকে, "স্পেশাল ডাক বাংলো মশলা" এর নীচে তালিকাভুক্ত সমস্ত উপাদান শুকনো খোলায় ভাজুন এবং গুঁড়ো করে নিন।

  2. 2

    প্যানে সর্ষে তেল ও ঘি গরম করে ডিম ও আলু হালকা বাদামি হওয়া পর্যন্ত ভাজুন,এক চিমটি লাল লঙ্কা গুঁড়ো এবং হলুদ দিতে পারেন।

  3. 3

    একই তেলে রাধুনি, জিরা এবং তেজপাতা দিন। কিছুক্ষন পর পেঁয়াজ কুচি দিন।

  4. 4

    আদা, রসুন, জিরে - ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিন রান্না করুন, মাঝে মধ্যে নাড়তে থাকুন, তেল আলাদা না হওয়া পর্যন্ত।

  5. 5

    এবার কাটা টমেটো যোগ করুন এবং আরও ৫-৬ মিনিট রান্না করুন।ম্যারিনেট করা মাংস দিন কষান।

  6. 6

    কষানো মাংস একটি প্রেসার কুকারে স্থানান্তর করুন। ১/২ কাপ জল যোগ করুন (প্রেসার কুকারের উপর নির্ভর করে জলের পরিমাণ পৃথক হতে পারে)

  7. 7

    বিশেষ মশলা গুঁড়ো, নুন এবং চিনি দিন। ২-৩ টি হুইসেল দিন(মাংস সেদ্ধ হওয়ার ওপর হুইসেল পরিমাণ ঠিক করবেন)

  8. 8

    বাষ্পকে পুরোপুরি ছাড়ার পরে সাবধানতার সাথে প্রেসার কুকারটি খুলুন। ডিম এবং আলু যোগ করুন। রুটি/পরোটা/পোলাও এর সাথে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sandipta Sinha
Sandipta Sinha @sand_15

Similar Recipes