কুরকুরে শোলা কচুর জালি(kurkure shola kochur jali recipe in Bengali)

Nayna Bhadra
Nayna Bhadra @cook_23404555

#as
#week2
আষাঢ় শ্রাবণ মাসে অর্থাৎ বর্ষা কালেই এই কচুটি পাওয়া যায়। তাই বর্ষার এই মরসুমে আমি তোমাদের জন্য নিয়ে এলাম বর্ষাপোযোগী একটি স্ন্যাকস রেসিপি। বন্ধুরা তোমরাও এটা বানিয়ে দেখতে পারো আশাকরি খুব ভালো লাগবে ।

কুরকুরে শোলা কচুর জালি(kurkure shola kochur jali recipe in Bengali)

#as
#week2
আষাঢ় শ্রাবণ মাসে অর্থাৎ বর্ষা কালেই এই কচুটি পাওয়া যায়। তাই বর্ষার এই মরসুমে আমি তোমাদের জন্য নিয়ে এলাম বর্ষাপোযোগী একটি স্ন্যাকস রেসিপি। বন্ধুরা তোমরাও এটা বানিয়ে দেখতে পারো আশাকরি খুব ভালো লাগবে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
3 জন
  1. পরিমাণ মতোশোলা কচু
  2. 1 কাপচালের গুঁড়ো
  3. 1/2 কাপবেসন
  4. 4 টেবিল চামচআ্যরারুট
  5. 2 টেবিল চামচময়দা
  6. 1/2 টেবিল চামচগোলমরিচ গুঁড়ো
  7. 1/2 টেবিল চামচশুকনো লঙ্কার গুঁড়ো
  8. স্বাদ অনুযায়ীনুন
  9. পরিমান অনুযায়ীজল
  10. প্রয়োজন মতভাজার জন্য সাদা তেল
  11. 1 চা চামচহলুদ

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    প্রথম একটি শোলা কচুর খোসা ছারিয়ে লম্বা লম্বা ছোট ছোট টুকরো করে নিতে হবে।

  2. 2

    এবার জল দিয়ে ঘন করে ব্যাটার টি তৈরি করে নিতে হবে।

  3. 3

    এবার টুকরো করা কচু গুলো খুব পাতলা করে একপাশ হাফ অবদি সোজা ঝিরি ঝিরি করে কেটে আবার আর একপাশ একটু বাঁকা করে ঝিরি ঝিরি করে কেটে পুরো জালির মতো করে কেটে নুন জলে ভিজিয়ে রাখতে হবে 10 মিনিট ।

  4. 4

    এবার একটি প্যান এ তেল দিয়ে তেল গরম হলে একটি একটি করে জালি কচু ব্যাটারে ডুবিয়ে ভাজতে হবে।

  5. 5

    ডুবো তেলে মুচমুচে করে ভেজে এবার তুলে নিলেই তৈরি কুরকুরে শোলা কচুর জালি ।বর্ষায় চায়ের সাথে বা যে কোনো চাটনির সাথে পরিবেশন করুন এই সুস্বাদু রেসিপি ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Nayna Bhadra
Nayna Bhadra @cook_23404555

Similar Recipes