পুঁটি মাছের পাতলা ঝোল (puti macher patla jhol recipe in bengali)

Sheela Biswas
Sheela Biswas @sheela_02

#ফেব্রুয়ারি২
#মাছেরঝোল
একদম সাধারন ভাবে তৈরি পুটি মাছের একটি সুস্বাদু রেসিপি। একবার ট্রাই করে দেখতে পারেন।

পুঁটি মাছের পাতলা ঝোল (puti macher patla jhol recipe in bengali)

#ফেব্রুয়ারি২
#মাছেরঝোল
একদম সাধারন ভাবে তৈরি পুটি মাছের একটি সুস্বাদু রেসিপি। একবার ট্রাই করে দেখতে পারেন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ২৫০গ্রাম পুঁটি মাছ
  2. ২ চা চামচ ধনেপাতা কাঁচা লংকার পেস্ট
  3. ১ চা চামচ কাশ্মীরি লংকা গুড়ো
  4. ১ চা চামচ আদা রসুন বাটা
  5. ১/৪ চা চামচ হলুদ গুঁড়ো
  6. ১ চা চামচ ধনেপাতা কুচি
  7. ৩-৪ টা কাঁচা লংকা
  8. স্বাদ অনুযায়ীনুন
  9. পরিমান মততেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে মাছ গুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়ে কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হলে মাছ গুলো ভেজে তুলে নিতে হবে তারপর কালোজিরা ফোরন দিয়ে ওর মধ্যে আদা রসুন বাটা,ধনেপাতা লংকার পেস্ট,হলুদ,লংকা গুড়ো ও নুন দিয়ে ভালো করে ভাজতে হবে।

  2. 2

    তারপর ওর মধ্যে পরিমান মত জল ও কাঁচা লংকা চিরে দিয়ে ঢেকে দিতে হবে আর ফুটে উঠলে ভেজে রাখা মাছ গুলো দিয়ে হতে দিতে হবে। ঝোল টা একটু পাতলা থাকতেই নামিয়ে নিতে হবে। উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে হবে।

  3. 3

    এবার একটা সর্ভিং প্লেটে সাজিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sheela Biswas
Sheela Biswas @sheela_02
কুকপ্যাড আমাদের হোম সেফদের জন্য এতো বড় একটা প্ল্যাটফর্ম করে দিয়েছে তার জন্য কুকপ্যাড কে জানাই অসংখ্য ধন্যবাদ 🙏🙏
আরও পড়ুন

Similar Recipes