চকোলেট রসমালাই

Shilpi Mitra
Shilpi Mitra @shilpilicious
Kolkata

রসগোল্লা আর চকোলেটের মিশ্রনে ফিউশান ডেজার্ট

চকোলেট রসমালাই

রসগোল্লা আর চকোলেটের মিশ্রনে ফিউশান ডেজার্ট

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1 ঘন্টা 40 মিনিট
3 জন
  1. রসোগোল্লার জন্য
  2. 5মিলি ফুল ক্রিম দুধ
  3. 1 চামচভিনিগার
  4. 1চা চামচচিনি গুঁড়ো
  5. 1চা চামচময়দা
  6. রসের জন্য
  7. 3 কাপচিনি
  8. 6 কাপজল ( আর‌ও লাগতে পারে)
  9. মালাই এর জন্য
  10. 500 মিলি ফুল ক্রিম দুধ
  11. 1 চা চামচচিনি
  12. 1/2 কাপগুঁড়ো করা ক্যাডবেরি ডেয়ারি মিল্ক ফ্রুট এন্ড নাট
  13. 1চা চামচকোকো পাউডার
  14. 1/2 কাপগরম দুধ
  15. 1/2 কাপগ্রেট করা খোয়া
  16. 2টেবল চামচ কনডেন্সড মিল্ক
  17. 2টেবল চামচ কাজু
  18. 6 টুকরোপেস্তা

রান্নার নির্দেশ সমূহ

1 ঘন্টা 40 মিনিট
  1. 1

    প্রথমে দুধ জ্বাল দিয়ে ভিনিগার দিয়ে ছানা কেটে নিতে হবে ।

  2. 2

    ছানাটা 2 থেকে 3 বার জলে ধুয়ে একটা কাপড়ে বেঁধে 30 মিনিট শিল চাপা দিয়ে রাখতে হবে ।

  3. 3

    এবার ছানাটা একটা থালায় নিয়ে গুঁড়ো চিনি আর ময়দা দিয়ে 20 মিনিট হাতের তালু দিয়ে পিষে নিতে হবে ।

  4. 4

    এবার এর থেকে ছোট ছোট করে চ্যাপ্টা রসগোল্লা তৈরী করে নিতে হবে ।

  5. 5

    এবার একটা পাত্রে জল আর চিনি জ্বালে বসাতে হবে ।

  6. 6

    ফুটে উঠলে রসগোল্লা গুলো দিয়ে দিতে হবে ।

  7. 7

    এবার হাই ফ্লেমে 3 মিনিট রেখে ফুটিয়ে লো ফ্লেমে 15 মিনিট ফোটাতে হবে । লক্ষ রাখতে হবে যেন জল কমে না যায় । জল কমে গেলে আরো একটু জল দিতে হবে ।

  8. 8

    এর পর গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রাখতে হবে ।

  9. 9

    এরপর রসোগোল্লা গুলো তুলে নিয়ে হালকা হাতে চিপে একটা পাত্রে রাখতে হবে ।

  10. 10

    কোকো পাউডার 1/2 কাপ গরম দুধে গুলে রাখতে হবে ।

  11. 11

    এবার মালাই তৈরীর দুধ জ্বালে বসাতে হবে ।

  12. 12

    জ্বাল দিয়ে দুধ গাঢ় হয়ে এলে কাজু আর পেস্তা বাদ দিয়ে মালাই তৈরীর সব উপকরন ধীরে ধীরে মেশাতে হবে ।

  13. 13

    ক্রমাগত নাড়তে হবে ।

  14. 14

    সব গুলো সম্পূর্ন মিশে গেলে রসগোল্লা গুলো দিয়ে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রাখতে হবে যাতে রসোগোল্লার মধ্যে চকোলেটের ফ্লেভার ঢুকে যায় ।

  15. 15

    এরপর সার্ভিং প্লেটে রেখে কাজু আর পেস্তা দিয়ে সাজিয়ে সার্ভ করতে হবে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shilpi Mitra
Shilpi Mitra @shilpilicious
Kolkata

মন্তব্যগুলি

Similar Recipes