ঠেকুয়া (Thekua recipe in Bengali)

Rumpa Mandal
Rumpa Mandal @cook_19700319

ছট পূজা উপলক্ষে বানানো।

ঠেকুয়া (Thekua recipe in Bengali)

ছট পূজা উপলক্ষে বানানো।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ২কাপনারকেল কোরা
  2. ৩কাপময়দা
  3. ১কাপসুজি
  4. ১কাপচিনি
  5. ১/২কাপগুঁড়ো দুধ
  6. ১চা চামচ এলাচ গুঁড়ো
  7. ১/৪কাপকাজু কিসমিস কুচি
  8. ১ চিমটিনুন
  9. ৪ চা চামচঘী
  10. পরিমাণ মতোসাদা তেল ভাজার জন্য

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে নারকেল কুড়িয়ে নিয়ে তাতে চিনি মিশিয়ে রেখে দিতে হবে কিছুক্ষন।এর ফলে চিনি পুরোপুরি গোলে যাবে।

  2. 2

    এরপর ওই নারকেল এ ময়দা ও সুজি ও নুন মিশিয়ে নিতে হবে।

  3. 3

    তারপর এলাচ গুঁড়ো ও কাজু কিসমিস কুচি দিয়ে খুব ভালো করে মেখে মন্ড করে নিতে হবে।

  4. 4

    এরপর ওই মাখা ময়দা থেকে ছোটো ছোটো বল করে হাতের সাহায্যে চেপ্টা করে ছুরির সাহায্যে ডিজাইন করে নিতে হবে।

  5. 5

    এরপর কড়াই তে ঘী ও তেল গরম করে তাতে ওই ঠেকুয়া গুলো লাল করে ভেজে তুলে নিলেই রেডি।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Rumpa Mandal
Rumpa Mandal @cook_19700319

মন্তব্যগুলি

Similar Recipes