ঠাকুরবাড়ির পটল পোস্ত (Thakurbarir potol posto recipe in Bengali)

Srilekha Banik
Srilekha Banik @cook_21083076

#TR
আজ আমি ঠাকুরবাড়ির একটি অভিনব রান্না নিয়ে হাজির হয়েছি | রবিঠাকুরের সাহিত্যকীর্তি সারা বিশ্বে সমাদৃত ছিল | তিনি কেবল সংগীত সাহিত্যেই পারদর্শী ছিলেন না , আমরা অনেকেই জানিনা বিশ্বকবি প্রচণ্ড রকমের খাদ্যরসিক ও ছিলেন |ঠাকুরবাড়ির মেয়েরা সৃজনশীলতার সাথে রন্ধনেও সমান পারদর্শী ছিলেন | প্রজ্ঞাসুন্দরীদেবী, পূর্ণিমা দেবীর রান্নার বই থেকে আমরা ঠাকুর বাড়ির নূতন ২ রান্নার প্রচলনের কথা জানতে পারি |রবি ঠাকুরের ফরমায়েস অনুসারে নিত্য নূতন নানা পদ তৈরী হোত | সেরকমই এই পদটিপূর্ণিমা দেবীর রান্নার বইথেকে আমরা জানতে পেরেছি |
আজ আমি ঠাকুরবাড়ির পটল পোস্তর রেসিপি তৈরীর চেষ্টা করেছি | জানিনা কতটা তা কর তে সক্ষম হয়েছি |

ঠাকুরবাড়ির পটল পোস্ত (Thakurbarir potol posto recipe in Bengali)

#TR
আজ আমি ঠাকুরবাড়ির একটি অভিনব রান্না নিয়ে হাজির হয়েছি | রবিঠাকুরের সাহিত্যকীর্তি সারা বিশ্বে সমাদৃত ছিল | তিনি কেবল সংগীত সাহিত্যেই পারদর্শী ছিলেন না , আমরা অনেকেই জানিনা বিশ্বকবি প্রচণ্ড রকমের খাদ্যরসিক ও ছিলেন |ঠাকুরবাড়ির মেয়েরা সৃজনশীলতার সাথে রন্ধনেও সমান পারদর্শী ছিলেন | প্রজ্ঞাসুন্দরীদেবী, পূর্ণিমা দেবীর রান্নার বই থেকে আমরা ঠাকুর বাড়ির নূতন ২ রান্নার প্রচলনের কথা জানতে পারি |রবি ঠাকুরের ফরমায়েস অনুসারে নিত্য নূতন নানা পদ তৈরী হোত | সেরকমই এই পদটিপূর্ণিমা দেবীর রান্নার বইথেকে আমরা জানতে পেরেছি |
আজ আমি ঠাকুরবাড়ির পটল পোস্তর রেসিপি তৈরীর চেষ্টা করেছি | জানিনা কতটা তা কর তে সক্ষম হয়েছি |

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩৫-৪০মিনিট
৪জন
  1. ৮ টি মাঝারি পটল
  2. ২ চা চামচ পোস্ত বাটা
  3. ১ চা চামচ আদাবাঁটা
  4. ৪-৫টি কাঁচা লঙ্কা
  5. ২টি তেজপাতা
  6. ২-৩টি ছোট এলাচ
  7. ২ চা চামচ সাদা তেল
  8. ২ চা চামচ ঘি
  9. ১/২ চা চামচ চিনি
  10. স্বাদ মত নুন
  11. ১/২ কাপ তরল দুধ
  12. ১ চা চামচ লেবুর রস
  13. ১ চা চামচ কাশ্মীরী লঙ্কা

রান্নার নির্দেশ সমূহ

৩৫-৪০মিনিট
  1. 1

    প্রথমে পটল ধুয়ে খোসা ছাড়িয়ে রাখতে হবে | গা একটু চিরে নিতে হবে | পটল গোটা রাখতে হবে৷

  2. 2

    আদা,কাঁচালংকা, পোস্ত বেঁটে রাখতে হবে| গ্যাসে ২ কাপ জল ফুটে উঠলে তাতে ২টি তেজপাতা, ২টিএলাচ কাঁচালংকা ১টা চেরা,দিতে হবে, ছাড়ানো পটল তাতে সেদ্ধ করতে হবে | পটলগুলো ৯০% সেদ্ধ হ তে হবে |

  3. 3

    পটল সেদ্ধ হয়ে এলে সেগুলি একটি প্লেটে তুলে রাখতে হবেI এবার গ্যাসে প্যান বসিয়ে তাতে ২ চা চামচ ঘিও ২ চা চামচ সাদা তেল গরম করতে হবে| এবার তাতে পোস্তবাটা, আদা, লংকাবাঁটা দিয়ে ফ্লেম লো করেকষাতে হবে |

  4. 4

    মশলাকষা হয়ে তেল ছাড়লে সেদ্ধপটল জল সহ ঢেলে সেটা ১-২ মিনিট ঢেকে রান্না করতে হবে |

  5. 5

    পটল ভালো মত সেদ্ধ হয়ে এলে, তাতে ১/২ কাপ তরল দুধ দিয়েফুটতে দিতে হবে |এসময় চিনি, নুন, কাশ্মিরী লংকা দিয়ে নাড় তে হবে | এবার রান্নাটা একটু ঠাণ্ডা হলে
    ১ চা চামচ লেবুর রস ছড়িয়ে রান্নাটা নামিয়ে নিতে হবে |

  6. 6

    তৈরী হয়ে গেল রবীঠাকুরের পছন্দের পটল পোস্ত | এবার এটি প্লেটে সাজিয়ে ভাত/রাইস /পরটা/লুচি সবার সাথেই পরিবেশন করা যাবে. |

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Srilekha Banik
Srilekha Banik @cook_21083076

মন্তব্যগুলি

Similar Recipes