চিকেন বিরিয়ানি (chicken biriyani recipe in Bengali)

ভানুমতী সরকার
ভানুমতী সরকার @Cook_020920
Salt Lake

#ক্যুইক ফিক্স ডিনার
৪র্থ_সপ্তাহ
#father

চিকেন বিরিয়ানি (chicken biriyani recipe in Bengali)

#ক্যুইক ফিক্স ডিনার
৪র্থ_সপ্তাহ
#father

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ৫০০ গ্রাম বাসমতি চাল
  2. ৫০০ গ্রামচিকেন
  3. ৪টিআলু সেদ্ধ
  4. ৪টি ডিম সেদ্ধ
  5. ২টিপেঁয়াজ এর বেরেস্তা বানানো
  6. ২ টিপেঁয়াজ কুচি
  7. ১ টা টোমেটো কুচি
  8. ৪ চা চামচআদা,জিরে,রসুন বাটা
  9. ১/২ কাপ ঘি
  10. ২ চা চামচগোলাপজল
  11. ২ চা চামচকেওরার জল
  12. প্রয়োজন অনুযায়ীকেশর সামান্য দুধ এ ভেজানো
  13. প্রয়োজন অনুযায়ীতেল
  14. ১/২ চা চামচহলুদ গুঁড়া
  15. স্বাদ অনুযায়ীলবণ
  16. ১ চা চামচকাশ্মীরি লংকা গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    চিকেন কষে নিতে হবে.. দুটো পেয়াজ লম্বা লম্বা সরু করে কেটে ছাকা তেলে ভেজে বেরেস্তা বানিয়ে নিতে হবে.. বাসুমতি চাল ৩০ মিনিট ভিজিয়ে রেখে জল গরম করে জলে একচামচ লবণ ও সাদা তেল দিয়ে ভাত করে নিতে হবে.. ভাত যেন গোলে না যায় শক্ত থাকতে নামিয়ে থালাতে ছরিয়ে ঘি দিয়ে রাখতে হবে.. হাফ কাপ উষ্ণ দুধে কেশর ভিজিয়ে নিতে হবে.. ডিম সেদ্দ করে নিতে হবে, এবার একটা ডেচকি র নিচে তেজপাতা ছরিয়ে চিকেন কষা টা দিয়ে কিছুটা ভাতদিয়ে ঢেকে দিয়ে একে একে বেরেস্তা, ১চামচ গোলাপজল, ১চামচ কেওরার দিয়ে দিতে হবে

  2. 2

    আবার একি ভাবে সেদ্দ ডিম বেরেস্তা, কেওরার জন গোলাপ জল এভারেস্ট এর বিরিয়ানি মশলা দিয়ে ঘি ছরিয়ে দিতে হবে, ডেচকির ঢাকনার উল্টো দিকে আটার লেচি করে আটকে নিতে হবে গ্যাসে চাটু গরম করে ডেচকি টা বসিয়ে ২০/২৫ দম এ রাখতে হবে... গ্যাস অফ করে আরও কিছুক্ষণ রেখে পরিবেশন করতে হবে ❤❤

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
ভানুমতী সরকার
Salt Lake

Similar Recipes