মাছের মাথা দিয়ে মুগ ডাল (macher matha diye mooger dal recipe in Bengali)

Debjani Dhar
Debjani Dhar @cook_16524468

#বিন্স দিয়ে রান্না

মাছের মাথা দিয়ে মুগ ডাল (macher matha diye mooger dal recipe in Bengali)

#বিন্স দিয়ে রান্না

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২৫ মিনিট
৪জনের জন্যে
  1. 1টি রুই মাছের মাথা
  2. 1 কাপমুগ ডাল
  3. পরিমাণ মতো সর্ষের তেল
  4. 2টি তেজপাতা
  5. 2টি লবঙ্গ
  6. 1টি দারচিনি
  7. ২ টি এলাচ
  8. 1টি পেঁয়াজ
  9. 1টি টমেটো
  10. 1চা চামচ আদা বাটা
  11. 1চা চামচ রসুন বাটা
  12. 1চা চামচ ঘি
  13. 1টি শুকনো লঙ্কা
  14. 1/2চা চামচ গোটা জিরে
  15. 1চা চামচ জিরের গুঁড়ো
  16. 1চা চামচ হলুদ গুঁড়ো
  17. 1/2চা চামচ কাশ্মিরী লংকা গুঁড়ো
  18. 1/2চা চামচ ধনে গুঁড়ো
  19. স্বাদ মত নুন
  20. 2চা চামচ ধনে পাতা

রান্নার নির্দেশ সমূহ

২৫ মিনিট
  1. 1

    প্রথমে মাছের মাথা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে মাঝখান থেকে কেটে নিন।হলুদ লবন দিয়ে মেখে রাখুন ১০ মিনিট।এরপরে পাত্রে তেল গরম করে সোনালি করে ভেজে তুলে রাখুন।

  2. 2

    মুগের ডাল খালি কড়াই তে ভেজে নিন।তারপর ধুয়ে রাখুন।মুগ ডাল সামান্য নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিন।

  3. 3

    এবার যে পাত্রে মাছের মাথা ভাজা হয়েছিল সেই পাত্রেই আরেকটু তেল দিয়ে আস্ত শুকনো লঙ্কা, গোটা জিরে, এলাচ, লবঙ্গ ও দারচিনি দিয়ে ফোঁড়ন দিন।এবার তেলের মধ্যে আদা-রসুন বাটা দিয়ে আরও ২/৩ মিনিট ভাজুন।

  4. 4

    এরপর পিয়াজ,টমেটো বাকি গুঁড়ো মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিন।সামান্য জল দিয়ে মশলা ভালো করে কষান।এবার সেদ্ধ করে রাখা ডাল মশলার মধ্যে দিয়ে ভালোভাবে মেশান। ৫ মিনিট রান্না করার পর তাতে ভেজে রাখা মাছের মাথা দিয়ে দিন।

  5. 5

    ভালোভাবে নেড়ে ১ কাপ গরম জল দিয়ে মৃদু আঁচে ১৫-২০ মিনিট রান্না করুন। মাছের মাথা সেদ্ধ হয়ে নরম হয়ে আসলে চামচ দিয়ে নেড়ে ভেঙে দিন।আধা ভাঙ্গা হলেই হবে।

  6. 6

    আরও ৫ মিনিট রান্না করে ধনে পাতা কুঁচি,ঘি ছিটিয়ে নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Debjani Dhar
Debjani Dhar @cook_16524468

মন্তব্যগুলি

Similar Recipes