সর্ষে আমুদি (sorse amudi recipe in Bengali)

Sudeshna Chakraborty
Sudeshna Chakraborty @cook_17062761

সর্ষে আমুদি (sorse amudi recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30  মিনিট
4জনের জন্য
  1. 250গ্ৰাম আমুদি মাছ
  2. 4টেবিল চামচ সর্ষে বাটা
  3. 1/2 কাপটমেটো কুচি
  4. 1/2 কাপধনেপাতা কুচি
  5. 5টা কাঁচা লঙ্কা
  6. 1/2চা চামচ কালো জিরে
  7. 1/2 কাপসর্ষে তেল
  8. স্বাদমতো নুন
  9. 2টেবিল চামচ হলুদ গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

30  মিনিট
  1. 1

    প্রথমে মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মেখে রেখে দিতে হবে।

  2. 2

    এরপর কড়াইতে তেল দিয়ে ভালোকরে মাছ গুলো ভেজে নিতে হবে।

  3. 3

    এর পর ঐ তেলের মধ্যে আরো তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে টমেটো কুচি অল্প নুন দিয়ে ভেজে হলুদ গুড়ো ও সর্ষে বাটা দিতে হবে দিয়ে একটু নেড়ে অল্প তেল দিয়ে ফুটতে দিতে হবে ।অল্প ফুটে উঠলে মাছ ও কাঁচা লঙ্কা এবং কাঁচা সর্ষে তেল দিয়ে ঢাকনা চাপা দিতে হবে । ভালো করে গায়ে মাখা হয়ে গেলে ধনেপাতা কুচি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে হবে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sudeshna Chakraborty
Sudeshna Chakraborty @cook_17062761

Similar Recipes