সাবেকি শুক্ত (sabeki sukto recipe in Bengali)

Tania Saha
Tania Saha @cook_15866847
Calcutta

#ইবুক পোষ্ট_34
উৎসব, অনুষ্ঠানে প্রথম পাতে সবার আগে যে পদটি পরিবেশন করা হয়ে থাকে সেটি হোলো এই শুক্ত

সাবেকি শুক্ত (sabeki sukto recipe in Bengali)

#ইবুক পোষ্ট_34
উৎসব, অনুষ্ঠানে প্রথম পাতে সবার আগে যে পদটি পরিবেশন করা হয়ে থাকে সেটি হোলো এই শুক্ত

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

20মিনিট
7-8জন
  1. 2টি মিষ্টি আলু
  2. 1টি আলু
  3. 2-3টি ছোট বেগুন
  4. 5-6টি সজনে ডাঁটা
  5. 1টি মুলো
  6. 1/2 পেঁপে
  7. 100 গ্রামউচ্ছে
  8. 1টি কাঁচকলা
  9. 3-4টি শুকনো লঙ্কা
  10. 2-3টি তেজপাতা
  11. 1মুঠো ডালের বড়ি
  12. 1/2চা চামচ রাঁধুনি
  13. 1/2চা চামচ পাঁচফোড়ন
  14. 1চা চামচ পোস্ত বাটা
  15. 1চা চামচ সর্ষে বাটা
  16. 1/2 কাপকাঁচা দুধ
  17. 1/2চা চামচ চিনি
  18. 1টেবিল চামচ ঘি
  19. স্বাদমতনুন
  20. পরিমান মতোতেল
  21. 1চা চামচ জিরে শুকনো তাওয়াতে ভেজে গুঁড়ো করে নেওয়া

রান্নার নির্দেশ সমূহ

20মিনিট
  1. 1

    সব উপকরণ এক জায়গায় করে নিতে হবে

  2. 2

    সব সব্জি আলাদা আলাদা করে কেটে নিতে হবে

  3. 3

    কড়াতে তেল গরম হলে উচ্ছে ভেজে তুলে নিতে হবে, একই ভাবে ডাটা ও বেগুন আলাদা আলাদা করে ভেজে তুলে নিতে হবে,বাকি সব্জি একটা প্যানে জল দিয়ে হাল্কা ভাপিয়ে নিতে হবে

  4. 4

    এবার তেলের মধ্যে রাঁধুনি, পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সেদ্ধ সব্জি দিয়ে একটু ভাজা ভাজা করার পরে তারপরে বাকি সজনে ডাটাদিয়ে নাড়া চারা করার পরে পরিমান মতো জল দিয়ে স্বাদমত নুন দিয়ে একটু ঢেকে রাখতে হবে

  5. 5

    সব সব্জি ভালো করে সেদ্ধ হলে তারপরে সর্ষে ও পোস্ত বাটা দিয়ে মিশিয়ে একটু ঢেকে রাখতে হবে, 5মিনিট পরে ঢাকা খুলে কাঁচা দুধ মেশাতে হবে, সব্জি ও সব মসলা মিশে ঘন হলে চিনি দিয়ে নেড়ে কিছুক্ষন স্ট্যান্ডিং টাইম দিয়ে নামিয়ে ঘী মিশিয়ে ওপরে জিরে ভাজা গুড়ো ছড়িয়ে গরম ভাতের সাথে পরিবেশন করুন এই সাবেকী শুক্ত

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Tania Saha
Tania Saha @cook_15866847
Calcutta
ভালোবাসি রান্না করতেআর ফুডফোটোগ্রাফি করতে
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes