ধারওয়াদ্ পেড়া (Dharwad peda recipe in Bengali)

Swagata Banerjee
Swagata Banerjee @cook_16336554

#goldenapron2
পোস্ট 15
স্টেট কর্ণাটক

কর্ণাটকের 'ধারওয়াদ্' শহরে এই মিষ্টির উৎপত্তি, সুতরাং খুব প্রাসঙ্গিক কারণেই এই মিষ্টির নাম 'ধারওয়াদ্ পেড়া'। জি.আই স্বীকৃতি প্রাপ্ত খাদ্যতালিকায় অন্তর্ভুক্তির কারণে এই মিষ্টির গুরুত্ব কর্ণাটক প্রদেশের মানুষের কাছে অপরিসীম। খুব সহজ কিছু উপাদান দিয়ে তৈরী করা যায় ঠিকই, তবে এই রান্নাটার মূল আকর্ষণ এর প্রক্রিয়াতে। সঠিক পদ্ধতিতে একটু ধৈর্য্য সহকারে এই মিষ্টিটা তৈরী করতে পারলে এক অত্যন্ত উপাদেয় কিছু শেষপাতের চমক হিসেবে ছোট বড় সকলকে পরিবেশন করা সম্ভব। সুতরাং, কোনো বিশেষ দিনের জন্য নিজের হাতে নতুন ধরণের কোনো মিষ্টি বানাতে ইচ্ছে হলে এই রেসিপিটা তার জন্য ভীষণভাবে উপযুক্ত।

ধারওয়াদ্ পেড়া (Dharwad peda recipe in Bengali)

#goldenapron2
পোস্ট 15
স্টেট কর্ণাটক

কর্ণাটকের 'ধারওয়াদ্' শহরে এই মিষ্টির উৎপত্তি, সুতরাং খুব প্রাসঙ্গিক কারণেই এই মিষ্টির নাম 'ধারওয়াদ্ পেড়া'। জি.আই স্বীকৃতি প্রাপ্ত খাদ্যতালিকায় অন্তর্ভুক্তির কারণে এই মিষ্টির গুরুত্ব কর্ণাটক প্রদেশের মানুষের কাছে অপরিসীম। খুব সহজ কিছু উপাদান দিয়ে তৈরী করা যায় ঠিকই, তবে এই রান্নাটার মূল আকর্ষণ এর প্রক্রিয়াতে। সঠিক পদ্ধতিতে একটু ধৈর্য্য সহকারে এই মিষ্টিটা তৈরী করতে পারলে এক অত্যন্ত উপাদেয় কিছু শেষপাতের চমক হিসেবে ছোট বড় সকলকে পরিবেশন করা সম্ভব। সুতরাং, কোনো বিশেষ দিনের জন্য নিজের হাতে নতুন ধরণের কোনো মিষ্টি বানাতে ইচ্ছে হলে এই রেসিপিটা তার জন্য ভীষণভাবে উপযুক্ত।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০ মিনিট
৪ জনের জন্য
  1. ১ কাপ জল ঝরানো ছানা
  2. ৩/৪ কাপ চিনি
  3. ১/২ কাপ দুধ (প্রয়োজন মতো কম বা বেশি লাগতে পারে)
  4. ১/২ টেবিল চামচ ঘি
  5. ১/৪ চা চামচ ছোট এলাচের গুঁড়ো
  6. প্রয়োজন মতো গুঁড়ো চিনি

রান্নার নির্দেশ সমূহ

৪০ মিনিট
  1. 1

    একটা প্যানে ছানাটা নিয়ে একদম নিভু আঁচে রেখে নাড়তে লাগলাম যাতে ছানার দানাগুলো ভেঙে যেতে থাকে

  2. 2

    দানা গুলো মোটামুটি ভাঙা হয়ে গেলে আরো ১-২ মিনিট নেড়ে নিয়ে ১-২ টেবিল চামচ দুধ মিশিয়ে নাড়তে লাগলাম। দুধ মেশানোর কারণ ছানাটা যাতে শুকিয়ে যাবার সাথে সাথে খুব শক্ত না হয়ে যায়

  3. 3

    ছানাটা একটু হলদেটে হয়ে আসার সাথে সাথে ঘি ও চিনি মিশিয়ে নাড়তে লাগলাম। পুরো রান্নাটাই নিভু আঁচে রেখে করতে হবে

  4. 4

    চিনিটা গলতে শুরু করলে আরো ১-২ টেবিল চামচ দুধ মিশিয়ে নাড়তে লাগলাম

  5. 5

    নাড়তে নাড়তে ছানাতে হালকা বাদামী রং ধরতে শুরু করলে আরো ১-২ টেবিল চামচ দুধ মিশিয়ে নিলাম কারণ এই সময়েই ছানাটা শক্ত হয়ে যাবার সম্ভাবনা সবথেকে বেশি থাকে

  6. 6

    দুধ মেশানোর পর আরো কিছুক্ষণ নেড়ে নিলাম যতক্ষণ না ছানাতে বেশ গাঢ় বাদামী রং চলে আসে। এরপর আঁচ বন্ধ করে দিলাম

  7. 7

    এরপর এই ছানার শুকনো মিশ্রণটা মিক্সিতে ভালোভাবে গুঁড়ো করে নিলাম

  8. 8

    গুঁড়ো করার পর ছানার মিশ্রণটা আবার প্যানে ঢেলে নিভু আঁচে রেখে আরো ১-২ টেবিল চামচ দুধ মিশিয়ে নাড়তে শুরু করলাম

  9. 9

    নাড়তে নাড়তে প্রয়োজন পড়লে আরো কিছুটা দুধ মিশিয়ে নিতে হবে এবং মিশ্রণটা শুকিয়ে গিয়ে প্যানের গা থেকে ছেড়ে ছেড়ে আসতে শুরু করলে এলাচ গুঁড়ো মিশিয়ে নেড়েচেড়ে আঁচ বন্ধ করে দিলাম। পেড়া বানানোর মিশ্রণ তৈরী

  10. 10

    এবার এই মিশ্রণটা একটু ঠান্ডা করে নিয়ে এটা থেকে ছোট ছোট সিলিন্ডারের আকারে গড়ে পেড়া বানিয়ে নিলাম

  11. 11

    সবশেষে পেড়া গুলো এক এক করে গুঁড়ো চিনির ওপর গড়িয়ে নিলাম

  12. 12

    এবার এই পেড়া গুলো পরিবেশন করার জন্য একদম তৈরী

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Swagata Banerjee
Swagata Banerjee @cook_16336554

মন্তব্যগুলি

Similar Recipes