চিকেন বিরিয়ানী (chicken biryani recipe in Bengali)

Nabanita Mondal Chatterjee
Nabanita Mondal Chatterjee @cook_nabanita
Amta, Howrah

#প্রিয়জন স্পেশাল রেসিপি
আমার বাবা ও আমার কর্তা দুজনেই আমার হাতের বিরিয়ানী খুব পছন্দ করে।আমি খুব একটা সাজাতে গোছাতে পারিনা তবে যতটুকু রান্না করি ভালোবেসে রান্না করি এবং সেগুলো ভালই হয় যতদূর খেয়ে সবাই বলেছে।

চিকেন বিরিয়ানী (chicken biryani recipe in Bengali)

#প্রিয়জন স্পেশাল রেসিপি
আমার বাবা ও আমার কর্তা দুজনেই আমার হাতের বিরিয়ানী খুব পছন্দ করে।আমি খুব একটা সাজাতে গোছাতে পারিনা তবে যতটুকু রান্না করি ভালোবেসে রান্না করি এবং সেগুলো ভালই হয় যতদূর খেয়ে সবাই বলেছে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ১/২ঘন্টা
১০জন
  1. ১.৫কেজি বিরিয়ানির চাল
  2. ১ কেজি মুরগির মাংস
  3. ১০ টুকরো(মাঝারি ) আলু
  4. ১ কেজি পেঁয়াজ
  5. ১.৫ টেবিল চামচ রসুন বাটা
  6. ৪ টেবিল চামচ আদা বাটা
  7. ১/২ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো
  8. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  9. ১টি পাতিলেবু
  10. ১কাপ সাদা তেল
  11. 100 গ্রামটক দই
  12. ৬-৭ টি তেজপাতা
  13. ১০ গ্রাম গোটা গরম মসলা
  14. ৪ চা চামচ চিনি
  15. স্বাদমতোনুন
  16. ৭-৮ চা চামচ বিরিয়ানী মসলা
  17. ১ কাপ দুধ
  18. ১ কাপ গোলাপ জল ও কেওড়া জল
  19. প্রয়োজন অনুসারেফুড কালার অথবা কেশর
  20. ৬-৭ টেবিল চামচ গাওয়া ঘি

রান্নার নির্দেশ সমূহ

১ ১/২ঘন্টা
  1. 1

    প্রথমে বিরিয়ানির চাল একটা পাত্রে জল দিয়ে কমপক্ষে আধঘণ্টা ভিজিয়ে রাখুন। তারপর একটা হাড়িতে জল নিয়ে তাতে চার চামচ চিনি, স্বাদমতো নুন, গোটা গরম মসলা, তেজপাতা, সাদা তেল দিয়ে জল ফুটতে দিন। জল ফুটে গেলে এর মধ্যে চাল তুলে একটা গোটা পাতিলেবুর রস দিন। তারপর ফুটতে শুরু করলে 5 থেকে 7 মিনিট ফোটার পর ভাতের জল ঝরিয়ে নিন। ভাতটা একটু শক্ত রাখবেন খেয়াল রাখবেন যাতে চাল ভেঙে না যায়। তারপর একটা ভিজে কাপড় পেতে তার মধ্যে ভাত টা মেলে দিন।

  2. 2

    এবার আলুর খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে নিন। তারপর প্রেসার কুকারে প্রথমে আলু তারপর স্বাদমতো নুন হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ফুড কালার দিয়ে 2 থেকে 3 টি সিটি দিয়ে সেদ্ধ করে নিন। সেদ্ধ হয়ে গেলে জল ঝরিয়ে ঠাণ্ডা করে নিন। কড়াইতে সাদা তেল দিন। তেল গরম হলে আলু গুলো ভালোভাবে লাল করে ভেজে তুলে রাখুন।

  3. 3

    এবার ওই তেলে সামান্য চিনি দিন তারপর শুরু করে কুচিয়ে রাখা প্রায় 500 গ্রামের মত পেঁয়াজ দিয়ে বেরেস্তা করে নিন।

  4. 4

    এবার আগে থেকে দই, আদা বাটা 1 চামচ ও রসুন বাটা 1 চামচ দিয়ে ম্যারিনেট করে রাখুন মুরগির মাংস ।

  5. 5

    এবার কড়াইতে খানিকটা সাদা তেল দিন এরমধ্যে তেজপাতা গোটা গরম মসলা ফোড়ন দিন। এবার পেঁয়াজ গুলো দিয়ে লাল করে ভাজতে থাকুন।পেঁয়াজ লাল হলে এর মধ্যে আদা বাটা রসুন বাটা ও হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে মাংস দিয়ে আবার ভালোভাবে করতে থাকুন। তারপর ঢাকনা দিয়ে মাংস সিদ্ধ হতে দিন।মাংস সেদ্ধ হয়ে গেলে গ্রেভি গাঢ়ো করে নিন। সামান্য বিরিয়ানির মসলা ছড়িয়ে চাপা দিয়ে রাখুন

  6. 6

    এবার একটা তিজেল হাঁড়ি বা ডেকচি নিন। হাঁড়ির তলায় এক চামচ ঘি হাতে করে বুলিয়ে দিন। এবার মাংসের গ্রেভি মাংস থেকে আলাদা করে নিন ও গ্রেভি একটা ছাঁকনি করে ছেঁকে নিন। ওই ঢেকে রাখা গ্রেভি হাঁড়িতে দিয়ে দিন। এক কাপ সাদা তেল। হাফ কাপ গোলাপ জল, হাফ কাপ কেওড়া জল দিয়ে দিন। তারপর 1 লেয়ার ভাত দিন। সিদ্ধ করে রাখা আলু ও মাংসের লেয়ার দিন। এর ওপরে বেরেস্তা মসলা দিন

  7. 7

    এইভাবে দুটো বা তিনটে লেয়ার করুন। উপরে খানিকটা বেরেস্তা ঘি ছড়িয়ে দিন। তারপর দুধে গুলে রাখা কেশর বা ফুড কালার ওপর থেকে ছড়িয়ে দিন। এবার খানিকটা আটা মেখে হাঁড়ির মুখে লাগিয়ে একটা ঢাকনা দিয়ে ভালো করে আটকে দিন।

  8. 8

    এবার একদম কম আছে হাঁড়িটি গ্যাস ওভেনে বসিয়ে দিন। 20 থেকে 25 মিনিট দমে রাখুন। তারপর ঢাকনা খুলে একটা বাটিতে গরম চারকোলের উপরে ছড়িয়ে চারকোলের বাটিটা বিরিয়ানির হাঁড়ির মধ্যে বসিয়ে ঢাকনা আটকে দিন। 5 মিনিট রেখে চারকোলের বাটি বের করে গরম গরম পরিবেশন করুন মটন বিরিয়ানী।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Nabanita Mondal Chatterjee
Amta, Howrah

মন্তব্যগুলি (22)

Amiya Dhara
Amiya Dhara @cook_24235435
স্বাদ ও গন্ধে অপূর্ব.❤️❤️❤️

Similar Recipes