পারস্যের রূপকথা - ইরানি চিকেন (Irani chicken recipe in Bengali)

Jay Adhikari
Jay Adhikari @cook_24665095

#chicken #esenciaM
ইরান এর আগে নাম ছিল পারস্য ; সেই দেশ যার নামের আক্ষরিক অর্থ হল আর্যদের দেশ। ইতিহাস বলে এই এলাকা থেকেই আর্যরা ছড়িয়ে পড়ে ভারতবর্ষে। ১৯৩৫ সালের পর থেকে পারস্য নামের পরিবর্তে ইরান নাম ব্যবহৃত হতে থাকে বিভিন্ন কাজে আর বাইরের দেশের সবার কাছে। এই রেসিপিটা - সেই দেশের। তৈরি করা খুব সহজ, কিন্তু খুব ই সুস্বাদু।

এই রেসিপির বিশেষত্ব, এখানে জল ব্যবহার করা হয় না। আর এখানে ব্যবহার করা হয় বাদাম বা আমন্ড। সাথে ক্রিম ও ব্যবহার করা হয়, আমি এখানে দুধ ব্যবহার করেছি সেই জায়গাতে।

তাহলে আসুন দেখে নিই আমরা কিভাবে তৈরি করতে হয় ইরানি চিকেন।

আরও পড়ুন
রেসিপি এডিট করুন
See report
শেয়ার

উপকরণ

চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট
2 সারভিংস
  1. ৫০০ গ্রাম চিকেন
  2. ১০০ গ্রামদেশি ঘি (পুরো রান্নাটাই দেশি ঘি বা বাড়িতে বানানো ঘি তে তৈরি। আপনি সাদা তেল ও ব্যবহার করতে পারেন)
  3. ২ টো বড়পেঁয়াজ এক টা টুকরো করে কাটা আর একটা বড় পিস করে কাটা
  4. ২ টেবিল চামচ আদা রসুন বাটা
  5. ১৫ -২০টাআমন্ড (আমেরিকান বাদাম)
  6. ২ চা চামচলাল লঙ্কা গুঁড়ো
  7. ২ চা চামচধনে গুঁড়ো
  8. ১ চা চামচগোলমরিচ গুঁড়ো
  9. ১ চা চামচশাহী গরম মশলা গুঁড়ো (বাড়িতেই বানান ভাল, ব্যবহার করুন, জিরা, শাহী জিরা, ধনে, গোলমরিচ, কাশ্মীরি লঙ্কা, জায়ফল, জয়িত্রী, দারচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা)
  10. ১০০ এম এলএকশো গ্রাম দুধ
  11. ১০০ গ্রাম টক দই
  12. ২ চা চামচলেবুর রস
  13. ৩ চা চামচ ঈষদুষ্ণ গরম জল তার মধ্যে ভেজানো কেশর
  14. স্বাদ অনুসারেনুন
  15. ১ চা চামচকেওড়া জল

রান্নার নির্দেশ সমূহ

চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট
  1. 1

    আমন্ড জলে ভিজিয়ে দিতে হবে। কারণ আমরা আমন্ড এর বাইরের খোসাটা ছাড়িয়ে ব্যবহার করব, আর এতে একটু নরম ও হবে আমন্ডগুলো। রানা শুরুর প্রায় আধঘন্টা আগে জলে ভিজিয়ে দিতে হবে আমন্ড, আর তারপরে আমন্ডের খোসা ছাড়িয়ে ফেলতে হবে।

  2. 2

    একটা বড় কড়াইতে পঞ্চাশগ্রাম ঘি দিয়ে অল্প আঁচে গরম করতে হবে। ঘি যখন গরম হয়ে যাবে, আগে থেকে দু রকমভাবে কেটে রাখা পিঁয়াজের টুকরো দিয়ে ভাজতে হবে ভাল করে। বাদামী করে ভাজতে হবে পিঁয়াজ।

  3. 3

    পিঁয়াজ বাদামী হয়ে গেলে, ওর ওপরে দিয়ে দিতে হবে চিকেন এর টুকরো গুলো। ভাল করে মেশাতে হবে। তার ওপরে দিতে হবে লঙ্কা গুঁড়ো, অদা রসুন বাটা, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর টক দই। ভাল করে কষাতে হবে প্রায় মিনিট পাঁচেক। এই সময় গ্যাস বাড়িয়ে মাঝারি আঁচে রান্না হবে।

  4. 4

    চিকেন থেকে তেল ছাড়তে শুরু করলে, আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে, ওপর থেকে দিয়ে দিন দুধ। গরম মশলা গুঁড়ো। আবার কষাতে হবে মিনিট তিনেক।

  5. 5

    এর পরে লেবুর রস, স্বাদ অনুসারে নুন, ঈষদুষ্ণ জলে ভেজানো কেশর, কেওড়া জল দিয়ে ভাল করে মেশান।

  6. 6

    খোসা ছাড়ানো আমন্ডগুলো দিয়ে দিন, আর বাকি ঘি ওপর থেকে ছড়িয়ে দিন।

  7. 7

    কড়াই ঢাকা দিয়ে গ্যাসের আঁচ কমিয়ে দিন, আর রান্না করুন মিনিট দশেক।

  8. 8

    যদি দেখেন নিচে লেগে যাচ্ছে, জল ব্যবহার করুন, কিন্তু খুবই অল্প। রান্নাটা শুকনো আর ভাজা ভাজা হবে।

  9. 9

    রান্না হয়ে গেলে, গ্যাস বন্ধ করে দিন। নুন চিনি দেখে নিন। আর শেষে ওপরে কিছু আমন্ডের টুকরো ছড়িয়ে পরিবেশন করুন। খুব ভাল লাগবে এই রান্নাটি নান, পরোটা, কুলচা বা পোলাও এর সাথে।

  10. 10

    অনেকেই এর মধ্যে গোলাপ জল ও মেশান। সেটাও চাইলে আপনারা মেশাতে পারেন। অনেকেই এই রান্নায় লাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করেন না। শুধুই গোলমরিচ গুঁড়ো ব্যবহার করেন। সেটাও আপনারা ব্যবহার করে দেখতে পারেন।

  11. 11

    এর মধ্যে কাজু কিসমিস দিয়েও রান্না করে দেখতে পারেন, সেক্ষেত্রে বেশ মিষ্টি একটা স্বাদ হবে।

  12. 12

    আপনারাও আপনাদের বাড়ির কিচেনে বানিয়ে ফেলুন এই রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

দ্বারা রচিত

Jay Adhikari
Jay Adhikari @cook_24665095

Similar Recipes