চিকেন কষা (chicken kosha recipe in Bengali)

Payel Chakraborty
Payel Chakraborty @cook_22979269

#স্পাইসি

আরও পড়ুন
রেসিপি এডিট করুন
See report
শেয়ার

উপকরণ

  1. 2টি পেঁয়াজ কুঁচি
  2. 1টি টমাটো কুঁচি
  3. 1 কাপটক দই
  4. 4 চা চামচআদা রসুন বাটা
  5. 1 চা চামচকাঁচা লঙ্কা কুঁচি
  6. 500 গ্রাম চিকেন
  7. স্বাদ মতোনুন
  8. প্রয়োজনমতোসরষের তেল
  9. 1 চা চামচহলুদ
  10. 1 চা চামচধনে গুঁড়ো
  11. 1 চা চামচলাল লঙ্কা গুঁড়ো
  12. 1 চা চামচলেবুর রস
  13. 1 চা চামচজিরা গুঁড়ো
  14. 1 চা চামচজায়ফল গুঁড়ো
  15. 4টি তেজপাতা
  16. 2টি লবঙ্গ
  17. 4টি এলাচ
  18. 2টিদারচিনি
  19. প্রয়োজন মতো জল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    চিকেন দই, নুন, তেল, হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, জায়ফল গুঁড়ো, লেবুর রস দিয়ে ম্যারিনেট করে ফ্রিজে রাখতে এক ঘণ্টা।

  2. 2

    কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ লাল করে ভেজে নিয়েছি । ওই তেলে মাংস দিয়েছি । কিন্তু ম্যারিনেটিং পেস্ট দি নি । দুপিঠ ভাল করে ভাজা হলে তুলে রেখে দিলাম

  3. 3

    ওই তেলে গোটা জিরে ও ছোট এলাচ, বড় এলাচ, লবঙ্গ, দারচিনি ও তেজপাতা দিয়ে ৩-৪ মিনিট নেড়ে নিয়ে ভাজা পেঁয়াজ ও আদা-রসুন বাটা দিলাম, কাঁচা গন্ধ চলে গলে টোম্যাটো কুচি দিয়ে নাড়তে থাকলাম যতক্ষণ না গলে নরম হয়ে মিশে যাচ্ছে।

  4. 4

    টোম্যাটো গলে গেলে চিকেন ও ম্যারনেটিং পেস্ট দিয়ে দিলাম । সব কিছু ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে কষতে লাগলাম । তেল ছেড়ে এলে দেখলাম মাংস সেদ্ধ হয়ে গেছে, হাফ কাপ গরম জল দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে নিলাম । তৈরী স্পাইসি চিকেন কষা ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

দ্বারা রচিত

Payel Chakraborty
Payel Chakraborty @cook_22979269
রান্না করতে ও সবাইকে খাওয়াতে , সাথে নিজে খেতেও খুব ভালোবাসি । ♥♥♥
আরও পড়ুন

Similar Recipes