মটন কষা(mutton kosha recipe in Bengali)

Sangita Saha
Sangita Saha @cook_24336179
Kolkata

#স্পাইসি

মটন কষা(mutton kosha recipe in Bengali)

#স্পাইসি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 700গ্ৰাম মটন
  2. 3টি আলু দুই ভাগ করে কাটা
  3. 2টি বড়ো পেঁয়াজ কুচি
  4. 1 চা চামচআদা বাটা
  5. 1 চা চামচরসুন বাটা
  6. 1টি টমেটো পিউরি
  7. 1 চা চামচজিরে গুঁড়ো
  8. 1 চা চামচধনে গুঁড়ো
  9. পরিমাণ মতলঙ্কা গুঁড়ো
  10. পরিমাণ মতলবণ
  11. পরিমাণ মতহলুদ গুঁড়ো
  12. 2 চামচটক দই
  13. প্রয়োজন অনুযায়ীগোটা গরম মশলা
  14. 1 চা চামচগুঁড়ো গরম মশলা

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে আলু গুলো লবণ হলুদ দিয়ে সরষে তেলে ভেজে নিন। তারপর আলু গুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যে গোটা জিরে আর গরম মশলা তেজপাতা ফোরন দিন।

  2. 2

    তারপর পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিন। হালকা ভেজে এলে তার মধ্যে আদা বাটা রসুন বাটা দিয়ে ভেজে নিন তারপর টমেটো পিউরি দিয়ে ভালো করে কষিয়ে নিন আর তার মধ্যে জিরে ধনে লঙ্কা গুঁড়ো লবণ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিন।

  3. 3

    এবার কষানো মশলার মধ্যে মটন গুলো আর চৈ ডাটা দিয়ে আঁচ মিডিয়াম রেখে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিন। কষানো হয়ে গেলে এবার প্রেসার কুকারে পরিমাণ মত জল দিয়ে 2-3 সিটি দিয়ে দমে রেখে দিন।

  4. 4

    তারপর কড়াইতে ঢেলে পরিমাণ মত জল আর ভেজে রাখা আলু গুলো দিয়ে ফুটিয়ে নিন।কষা কষা হয়ে এলে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sangita Saha
Sangita Saha @cook_24336179
Kolkata
https://www.youtube.com/channel/UCir0XvdgLkdTSCvUMAiBC8gVisit my coocking Channel
আরও পড়ুন

Similar Recipes