চিকেন বিরিয়ানি (chicken biryani recipe in Bengali)

Sima Dutta Biswas
Sima Dutta Biswas @cook_23751557
Kalyani

#ebook2
#নববর্ষ
গোলাপ জল,কেওড়া জল,জাফরান বাদে বিরিয়ানি হালকা ও সহজে হজম হয়।

আরও পড়ুন
রেসিপি এডিট করুন
See report
শেয়ার

উপকরণ

৫ জনের
  1. ৫০০ গ্রাম দেরদুন রাইস
  2. ৭০০ গ্রাম চিকেন
  3. ১ টা বড়ো পেঁয়াজ বেরেস্তা
  4. ৪ টে পেঁয়াজ বাটা
  5. ৮ কোয়া রসুন বাটা
  6. ১ চা চামচ লঙ্কা গুঁড়ো
  7. ১ চা চামচ জিরের গুঁড়ো
  8. ১টেবিল চামচআদা বাটা
  9. ১/২চা চামচ গরম মসলা গুঁড়ো
  10. ৫-৬ টাজয়িত্রী পাপড়ি গুঁড়ো
  11. ১ টা জায়ফল গুঁড়ো
  12. ১ কাপ সর্ষের তেল
  13. ৫ টেবিল চামচ ঘি
  14. ১২-১৩ টা তেজপাতা
  15. ৫-৬ টা গোটা গরম মশলা
  16. স্বাদমত নুন

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    একটি পাত্রে ধোয়া চিকেন নিয়ে আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, লঙ্কা গুঁড়ো,জিরে গুঁড়ো,১ টেবিল চামচ তেল দিয়ে মেখে রাখতে হবে

  2. 2

    কড়াই তে তেল গরম করে একটি পেঁয়াজ বেরেস্তা করে নিতে হবে

  3. 3

    ওই তেলে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে মেখে রাখা চিকেন দিয়ে ভালো করে কষাতে হবে

  4. 4

    কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে ঢেকে রাখতে হবে

  5. 5

    চিকেন সেধ্য হয়ে গেলে গরম মসলা,জায়ফল,জয়িত্রী গুড়ো দিয়ে নামিয়ে নিতে হবে

  6. 6

    অন্য দিকে একটি পাত্রে জল দিয়ে তাতে গোটা গরম মসলা ও পরিমাণ মতো নুন দিয়ে গরম করতে হবে, জল ফুটে উঠলে চাল ধুয়ে দিয়ে দিতে হবে চাল হাফ সেধ্য হলে নামিয়ে জল ঝরিয়ে নিতে হবে

  7. 7

    এবার যে পাত্রে বিরিয়ানি বানাবে তার নিচে তেজপাতা বিছিয়ে এক লেয়ার ভাত তার উপরে চিকেন তার উপরে বেরেস্তা ছড়িয়ে এক চামচ ঘি,জায়ফল,জয়িত্রী গুঁড়ো ছড়িয়ে দিতে হবে

  8. 8

    তার উপরে আবার ভাত, চিকেন,বেরেস্তা,ঘি দিয়ে লেয়ার করে পাত্রে ঢাকা দিয়ে দিন

  9. 9

    এবার গ্যাস এ একটি পাত্রে জল দিয়ে তার উপরে বিরিয়ানি র পাত্র বসিয়ে লোও ফ্লেমে ১৫ মিনিট রান্না করুন

  10. 10

    ১৫ মিনিট পর রেডি হয়ে যাবে বিরিয়ানি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

দ্বারা রচিত

Sima Dutta Biswas
Sima Dutta Biswas @cook_23751557
Kalyani
আমি স্কুল teacher, রান্না ভালোবাসি
আরও পড়ুন

Similar Recipes