বোয়াল মাছের ঝোল (Boal macher jhol recipe in Bengali)

Baby Bhattacharya
Baby Bhattacharya @babybhattacharya

#ebook2 বোয়াল মাছ এমনই এক সুস্বাদু মাছ তুমি যেভাবেই হোক রান্না করো খেতে অসাধারণ লাগবে । আমার ঘরে একটু হাল্কা রান্না পছন্দ করে তাই বোয়াল মাছ কে আমি ঝাল ও নুন টানটান করে পরিমাণ মতো তেল দিয়ে হালকা ঝোল রান্না করেছি । এই ভাবে রান্না করে খেয়ে দেখো খুবই ভালো লাগবে ।

বোয়াল মাছের ঝোল (Boal macher jhol recipe in Bengali)

#ebook2 বোয়াল মাছ এমনই এক সুস্বাদু মাছ তুমি যেভাবেই হোক রান্না করো খেতে অসাধারণ লাগবে । আমার ঘরে একটু হাল্কা রান্না পছন্দ করে তাই বোয়াল মাছ কে আমি ঝাল ও নুন টানটান করে পরিমাণ মতো তেল দিয়ে হালকা ঝোল রান্না করেছি । এই ভাবে রান্না করে খেয়ে দেখো খুবই ভালো লাগবে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

20 মিনিট
6 সারভিংস
  1. 6 পিসমাছ
  2. 1/2 টেবিল চামচ কালো জিরে
  3. 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো
  4. 10/ 12 টা কাঁচা লঙ্কা
  5. 2টো আলু
  6. 4 টেবিল চামচ তেল
  7. প্রয়োজন মতোভাজার জন্য তেল
  8. স্বাদ মতোনুন

রান্নার নির্দেশ সমূহ

20 মিনিট
  1. 1

    মাছ গুলো নুন ও হলুদ মাখিয়ে 5 মিনিট রেখে ভেজে নিতে হবে ।

  2. 2

    আলুর খোসা ছাড়িয়ে বড় আকারের আলু চার খন্ড করে নুন, হলুদ ও সামান্য মিষ্টি দিয়ে ভালো করে মেখে লালচে করে ভেজে নিতে হবে ।

  3. 3

    অতিরিক্ত তেল তুলে নিয়ে ওই তেলের মধ্যে কালো জিরে দিতে হবে ।

  4. 4

    অল্প ভেজে কাঁচা লঙ্কা চিরে দিতে হবে ।

  5. 5

    হলুদ গুঁড়ো,মিষ্টি ও স্বাদ মতো নুন দিয়ে অল্প জল দিতে হবে ।

  6. 6

    কম আঁচে করতে হবে ।

  7. 7

    জল শুকিয়ে এলে পরিমাণ মতো উষ্ণ জল দিতে হবে ।

  8. 8

    ফুটে উঠলে ভাজা আলু দিতে হবে।

  9. 9

    ঝোল শুকিয়ে হাঁপ হয়ে গেলে ভাজা মাছ গুলো দিতে হবে ।

  10. 10

    কম আঁচে 1থেকে 2 মিনিট রান্না করে ওভেন বন্ধ করে ঢাকা দিয়ে রাখতে হবে ।

  11. 11

    ওভেন বন্ধ করার আগে ধনেপাতা কুচি দিতে হবে কিন্তু আমার ঘরে না থাকায় দিতে পারি নি ।

  12. 12

    সাদা ভাতের সাথে সুস্বাদু বোয়াল মাছের ঝোল অসাধারণ লাগে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Baby Bhattacharya
Baby Bhattacharya @babybhattacharya

Similar Recipes